Assistant Teacher Primary Admit Card | Exam Date 2019-dpe.teletalk.com.bd

Assistant Teacher Primary Admit Card | Exam Date 2019-dpe.teletalk.com.bd : Directorate of Primary Education DPE and Ministry of Mass Education has announced Primary Assistant  Teacher Job Exam Date 2019 & Assistant Teacher Admit Card 2019 will available soon. According to their notice Primary Assistant Teacher Exam will start on 10 May 2019 for the First Phase, Primary Assistant Teacher Exam will held on several Phase Across the country. Let's Check all the Details of Primary Assistant Teacher Examination 2019.

dpe primary assistant teacher admit 2019

 

Assistant Teacher Primary Admit Card | Exam Date 2019-dpe.teletalk.com.bd

Directorate of Primary Education and Ministry of Mass Education has  declared the Primary Assistant teacher Job exam Date, Primary Assistant Teacher exam will be held on the District level all over Bangladesh on different times. Assistant Teacher Primary Examination will be conducted by Ministry of Education and Directorate of Primary and Mass Education, You Can Download Primary Job Admit Card 2019, Primary Assistant Teacher Seat Plan, Primary Assistant Teacher Exam date from this website at https://www.mybdresults24.blogspot.com as well as on the official website of www.dpe.gov.bd


Primary Assistant Teacher Exam Date 2019 

Assistant Teacher in Primary School Job exam Date has been Published, A huge Number of People will be appointed as Teacher in Primary School , Primary Assistant Teacher Exam will held on Five Phases across the country: 

১ম ধাপ ****
পরীক্ষার তারিখঃ ১০ মে, ২০১৯। শুক্রবার।

১. যেসব জেলার সকল থানায় একসাথে হবে-
জয়পুরহাট, চাপাইনবাবগঞ্জ, পাবনা, লালমনিরহাট, ঠাকুরগাঁও,
নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, শেরপুর, রাজবাড়ি, মুন্সিগঞ্জ, মাগুরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ফেণী, বরগুনা ও ভোলা।
২. সুনামগঞ্জ- সদর, দোয়ারাবাজার, বিশ্বম্ভরপুর, ছাতক, ছাল্লা।
৩. সিলেট- সদর, কানাইঘাট, বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, জৈন্তাপুর, বিশ্বনাথ।
৪. পিরোজপুর- সদর, ভান্ডারিয়া, নেছারাবাদ।
৫. পটুয়াখালী- সদর, গলাচিপা, দুমকী।
৬. বরিশাল- সদর, আগৈলঝাড়া, বাকেরগঞ্জ, গৌরনদী।
৭. ঝালকাঠি- সকল থানা।
৮. কুষ্টিয়া- সদর, মিরপুর, খোকসা।
৯. সাতক্ষীরা- সদর, শ্যামনগর, আশাগুনি।
১০. নীলফামারী- সদর, ডোমার, সৈয়দপুর।
১১. নাটোর- সদর, শুকমাসপুর, সিংড়া।
.

২য় ধাপ।

পরীক্ষার তারিখঃ ১৭ মে, ২০১৯। শুক্রবার।

১. গোপালগঞ্জ- সদর, কোটালীপাড়া।
২. শরীয়তপুর- গোসাইরহাট, নড়িয়া, ভেদরগঞ্জ।
৩. মাদারীপুর- সদর, রাজৈব।
৪. ফরিদপুর- সদর, চরতদ্রাসন, আলকাডাংগা, সদর, সদরপুর, সালঘা।
৫. নরসিংদী- মনোহরদী, রায়পুরা, বেলাবো।
৬. কিশোরগঞ্জ- বাজিতপুর, অস্টগ্রাম, হোসেনপুর, কটিয়াদি, পাকুন্দিয়া, ইটনা।
৭. জামালপুর- সদর, মেলান্দহ, বকশীগঞ্জ।
৮. টাংগাইল- মির্জাপুর, মধুপুর, ভুয়াপুর, নাগরপুর, কালিহাতী, ধনবাড়ি।
৯. লক্ষ্মীপুর- সদর, কমলনগর।
১০. কক্সবাজার- সদর, উখিয়া, কুতুবদিয়া, পেকুয়া, টেকনাফ।
১১. চাঁদপুর- শাহরাস্তি, ফরিদগঞ্জ, মতলব উত্তর, মতলব দক্ষিণ।
১২. মৌলভীবাজার- রাজনগর, কমলগঞ্জ, জুড়ী, শ্রীমংগল।
১৩. হবিগঞ্জ- সদর, নবীগঞ্জ, লাখাই, বাহুবল।


৩য় ধাপ
পরীক্ষার তারিখঃ ২৪ মে, ২০১৯। শুক্রবার।

১. ঢাকা- সকল থানা একবারে।
২. গোপালগঞ্জ- টুংগীপাড়া, কাশিয়ানী, মকসুদপুর।
৩. শরীয়তপুর- সদর, ডামুড়্যা, জাজিয়া।
৪. মাদারীপুর- কালকিনী, শিবচর।
৫. ফরিদপুর- নগরকান্দা, বোয়ালমারী, ভাংগা, মধুখালী।
৬. নরসিংদী- সদর, পলাশ, শিবপুর।
৭. জামালপুর- সরিষাবাড়ি, দেওয়ানগঞ্জ, ইসলামপুর, মাদারগঞ্জ।
৮. টাংগাইল- সদর, গোপালপুর, ঘাটাইল, সখিপুর, বাসাইল, দেলদুয়ার।
৯. কিশোরগঞ্জ- সদর, করিমগঞ্জ, নিকলী, কুলিয়ারচর, তারাইল, ভৈরব, মিঠামইন।
১০. লক্ষ্মীপুর- রায়পুর, রামগঞ্জ, রামগতি।
১১. কক্সবাজার- রামু, মহেশখালী, চকোরিয়া।
১২. চাঁদপুর- সদর, কচুয়া, হাজীগঞ্জ, হাইমচর।
১৩. মৌলভীবাজার- সদর, বড়লেখা, কুলাউড়া।
১৪. হবিগঞ্জ- বানিয়াচং, আজমিরিগঞ্জ, চুনারুঘাট, মাধবপুর।
১৫. সুনামগঞ্জ- তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা, জগন্নাথপুর, দিরাই, দক্ষিণ সুনামগঞ্জ।
১৬. সিলেট- গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, জকিগঞ্জ, গোপালগঞ্জ, বিয়ানীবাজার, দক্ষিণসুরমা।
১৭. পিরোজপুর- কাউখালী, নাজিরপুর, মঠবাড়িয়া, ইন্দুরকানি।
১৮. পটুয়াখালী- দশমিনা, বাউফল, মির্জাপুর, কলাপাড়া, রাঙ্গাবালী।
১৯. বরিশাল- উজিরপুর, বানারীপাড়া, বাবুগঞ্জ, মুলাদী, মেহেন্দিগঞ্জ, হিজলা।
২০. কুষ্টিয়া- ভেড়ামারা, দৌলতপুর, কুমারখালী।
২১. সাতক্ষীরা- দেবহাটা, কলারোয়া, কালিগঞ্জ, তালা।
২২. নাটোর- নলডাংগা, লালপুর, বড়াইগ্রাম, বাগাতিপাড়া।
২৩. নীলফামারী- কিশোরগঞ্জ, জলঢাকা, ডিমলা।


৪র্থ ধাপ।
পরীক্ষার তারিখঃ ৩১ মে, ২০১৯। শুক্রবার।

১. নেত্রকোণা- দুর্গাপুর, পূর্বধলা, বারহাট্রা, মদন, মোহনগঞ্জ, খালিয়াজুড়ি।
২. ময়মনসিংহ- গফরগাঁও, ঈশ্বরগঞ্জ, ফুলবাড়িয়া, ফুলপুর, গৌরীপুর, তারাকান্দা, ধোবাউড়া।
৩. ব্রাহ্মণবাড়িয়া-সদর, নবীনগর, বাঞ্চারামপুর, আখাউড়া।
৪. কুমিল্লা- সদর, লাকসাম, দেবিদ্বার, হোমনা, মুরাদনগর, দাউদকান্দি, চৌদ্দগ্রাম।
৫. চট্টগ্রাম- ডবলমুরিং, পাহাড়তলী, বন্দর, পাঁচলাইশ, চান্দগাঁও, কোতোয়ালী, বাঁশখালী, রাউজান, সন্দীপ, ফটিকছড়ি, আনোয়ারা, লোহাগড়া।
৬. নোয়াখালী- সদর, বেগমগঞ্জ, কবিরহাট, সুবর্ণচর।
৭. যশোর- ঝিকরগাছা, বাঘারপাড়া, মনিরামপুর, শার্শা।
৮. খুলনা- সদর, কয়রা, ডুমুরিয়া।
৯. বাগেরহাট- মোংলা, মোল্লাহাট, মোড়েলগঞ্জ, কচুয়া, শরনখোলা।
১০. ঝিনাইদহ- হরিণাকুণ্ডু, মহেশপুর, শৈলকুপা।
১১. পঞ্চগড়- সকল থানা একবারে।
১২. কুড়িগ্রাম- সদর, উলিপুর, চিলমারী, রাজিবপুর, ফুলবাড়ি।
১৩. গাইবান্ধা- সদর, গোবিন্দগঞ্জ, পলাশবাড়ি।
১৪. রংপুর- সদর, গাংগাচরা, কাউনিয়া, বদরগঞ্জ।
১৫. দিনাজপুর- সদর, ঘোড়াঘাট, খানসামা, চিরিরবন্দর, হাকিমপুর, বীরগঞ্জ।
১৬. নওগাঁ- মান্দা, বদলগাছী, মহাদেবপুর, সাপাহার, রাণীনগর।
১৭. বগুড়া- আদমদিঘী, শিবগঞ্জ, শেরপুর, ধুনট, সোনাতলা, শাহজাহানপুর।
১৮. রাজশাহী- সদর, গোদাগাড়ী, চারঘাট, বাঘমারা।
১৯. সিরাজগঞ্জ- সদর, কাজিপুর, রায়গঞ্জ, বেলকুচি, চৌহালী।


৫ম ধাপ।
পরীক্ষার তারিখঃ ১৪ জুন, ২০১৯। শুক্রবার।

১. গাজীপুর- সকল থানা একবারে।
২. ময়মনসিংহ- সদর, মুক্তাগাছা, ভালুকা, ত্রিশাল, হালুয়াঘাট, নান্দাইল।
৩. নেত্রকোণা- সদর, আটপাড়া, কলমাকান্দা, কেন্দুয়া।
৪. ব্রাহ্মণবাড়িয়া- কসবা, সরাইল, আশুগঞ্জ, নাসিরনগর, বিজয়নগর।
৫. কুমিল্লা- বুড়িচং, বরুড়া, ব্রাহ্মণপাড়া, চান্দিনা, সদর দক্ষিণ, নাঙ্গলকোট, মনোহরগঞ্জ, মেঘনা, তিতাস, লালমাই।
৬. চট্টগ্রাম- পটিয়া, বোয়ালখালী, চন্দনাইশ,হাটহাজারী, রাঙ্গুনিয়া, মীরেরসরাই, সীতাকুণ্ড, সাতকানিয়া।
৭. নোয়াখালী- চাটখিল, কোম্পানীগঞ্জ, সোনাইমুড়ি, সেনবাগ, হাতিয়া।
৮. যশোর- সদর, অভয়নগর, কেশবপুর, চৌগাছা।
৯. খুলনা- তেরখানা, দাকোপ, দিঘলিয়া, পাইকগাছা, ফুলতলা, রুপসা, বটিয়াঘাটা।
১০. নড়াইল- সব থানায় একবারে।
১১. বাগেরহাট- সদর, চিতলমারী, রামপাল, ফকিরহাট।
১২. ঝিনাইদহ- সদর, কোটচাঁদপুর, কালিগঞ্জ।
১৩. কুড়িগ্রাম- নাগেশ্বরী, রাজারহাট, ভুরুঙ্গামারী, বৌমারী।
১৪. গাইবান্ধা- ফুলছড়ি, সাদুল্লাপুর, সাঘাটা, সুন্দরগঞ্জ।
১৫. রংপুর- তারাগঞ্জ, পীরগঞ্জ, পীরগাছা, মিঠাপুকুর।
১৬. দিনাজপুর- নবাবগঞ্জ, ফুলবাড়ি, পার্বতীপুর, বিরল, বিরামপুর, বোচাগঞ্জ, কাহারোল।
১৭. নওগাঁ- সদর, আত্রাই, দামুইরহাট, নিয়ামতপুর,পত্নীতলা, পোরশা।
১৮. বগুড়া- সদর, কাহালু, সুপাচাচিয়া, গাবতলী, সারিয়াকান্দি, নন্দীগ্রাম।
১৯. রাজশাহী- তানোর, দুর্গাপুর, পুটিয়া, বাঘা, পবা, মোহনপুর।
২০. সিরাজগঞ্জ- উল্লাপাড়া, তাড়াশ, কামারখন্দ, শাহজাদপুর।




Download Primary Assistant Teacher Admit Card 2019

Primary Assistant Teacher Job Exam Date 2019 has been Published. Directorate of Primary Education will Publish The Admit Card on the website-http://dpe.teletalk.com.bd/ , You Can Download Your Primary Assistant Teacher Admit Card by visiting the DPE JOB PORTAL Website, If You face any Difficulties Comment Your Problem  in The Comment Box.

Download Primary Admit Card 2019 Online

http://dpe.teletalk.com.bd/admitcard/index.php


Assistant Teacher Primary Admit Card | Exam Date 2019-dpe.teletalk.com.bd

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad