হারানো জাতীয় পরিচয়পত্র ফিরে পাওয়ার উপায়: হারানো জাতীয় পরিচয় ফিরে পাওয়ার জন্য আপনাকে সহজ কিছু প্রক্রিয়া অনুসরন করতে হবে। বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত জাতীয় পরিচয় পত্র হারিয়ে গেলে অনেকে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হন। জাতীয় পরিচয়পত্র (National Identity Card) NID বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় কর্তৃক বাংলাদেশের সাধারণ মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়বস্তুতে পরিনত হয়েছে। দৈনন্দিন নানাবিধ কাজে জাতীয় পরিচয় পত্রের ব্যবহার বাধ্যতামূলক। ব্যাংকে হিসাব খোলা, নতুন ড্রাইভিং লাইসেন্স ইস্যু ও নবায়ন করা, নতুন পাসপোর্ট ও নবায়ন, বিদেশযাত্রা, ভিসা প্রাপ্তি ও জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক ট্রাক্সপেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার টিন (TIN) করার জন্য জাতীয় পরিচয় পত্রের বহুল প্রয়োজন।
আমি আপনাদেরকে হারানো জাতীয় পরিচয়পত্র ফিরে পাওয়ার উপায় সমূহ বলব। কোন ব্যক্তির এনআইডি বা জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে কিভাবে তা উত্তোলন করা যায় বা কিভাবে এনআইডিটি ফিরে পাওয়া যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করব।
১. ভোটার তালিকা থেকে ভোটার নম্বর অথবা এনআইডি নাম্বার নিয়ে সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে নির্ধারিত ফি জমা প্রদানের মাধ্যমে নির্বাচন কমিশন কর্তৃক হারানো বা নষ্ট হওয়ার কারণে জাতীয় পরিচয় পত্র উত্তোলন ফরম-৬ পূরন পূর্বক একটি আবেদনপত্র দাখিল করতে হবে।
২. ফরম -৬ এর মাধ্যমে হারানো আইডি কার্ড উত্তোলন বা ফিরে পাওয়ার জন্য ঐই সংশ্লিষ্ট উপজেলা বা থানা অফিসে আবেদন করতে হবে। আবেদনপত্রের সাথে নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত ২০০/- টাকা ও ভ্যাট বাবদ ৩০/- টাকা জমা প্রদান পূর্বক মূল আবেদন পত্রের সাথে টাকা জমার রশিদ সংযুক্ত করতে হবে। বর্তমানে মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ, রকেট অন্যান্য) এর মাধ্যমেও অনলাইনে টাকা জমা দেয়া যায়।
৩. জিডি কপি (প্রযোজ্য ক্ষেত্র)
৪. আবেদনকারীকে স্বশরীরে হাজির হতে হয়।
সর্বশেষে আপনার হারানো ফরম-৬ পূরন করে তা অফিসে জমা দিলে আপনি সহজে আপনার জাতীয় পরিচয়পত্রটি ফিরে পাবেন ।
হারানো জাতীয় পরিচয়পত্র ফিরে পাওয়ার উপায়
প্রথমত,১. ভোটার তালিকা থেকে ভোটার নম্বর অথবা এনআইডি নাম্বার নিয়ে সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে নির্ধারিত ফি জমা প্রদানের মাধ্যমে নির্বাচন কমিশন কর্তৃক হারানো বা নষ্ট হওয়ার কারণে জাতীয় পরিচয় পত্র উত্তোলন ফরম-৬ পূরন পূর্বক একটি আবেদনপত্র দাখিল করতে হবে।
২. ফরম -৬ এর মাধ্যমে হারানো আইডি কার্ড উত্তোলন বা ফিরে পাওয়ার জন্য ঐই সংশ্লিষ্ট উপজেলা বা থানা অফিসে আবেদন করতে হবে। আবেদনপত্রের সাথে নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত ২০০/- টাকা ও ভ্যাট বাবদ ৩০/- টাকা জমা প্রদান পূর্বক মূল আবেদন পত্রের সাথে টাকা জমার রশিদ সংযুক্ত করতে হবে। বর্তমানে মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ, রকেট অন্যান্য) এর মাধ্যমেও অনলাইনে টাকা জমা দেয়া যায়।
৩. জিডি কপি (প্রযোজ্য ক্ষেত্র)
৪. আবেদনকারীকে স্বশরীরে হাজির হতে হয়।
সর্বশেষে আপনার হারানো ফরম-৬ পূরন করে তা অফিসে জমা দিলে আপনি সহজে আপনার জাতীয় পরিচয়পত্রটি ফিরে পাবেন ।
৫। উপরের পদ্ধতিগুলো করতে না চাইলে অনলাইনে https://services.nidw.gov.bd/nid-pub/ ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করা যায়। আবেদন করার পরে মোবাইলে এসএমএস এর মাধ্যমে হারানো এনআইডি কার্ড আবেদনের অগ্রগতি সম্পর্কে জানা যায়।
হারানো আইডি কার্ড উত্তোলনের আবেদন ফরম-৬ (পিডিএফ
হারানো জাতীয় পরিচয় পত্র উত্তোলনের জন্য ফি প্রদানের মাধ্যম সমূহ
বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত ফি ২০০/- এবং ভ্যাট বাবদ ৩০/- টাকা বিভিন্নভাবে জমা দেয়া যেতে পারে।
প্রথমত, বাংলাদেশ সোনালী ব্যাংকের জাতীয় পরিচয়পত্র সেবা সমূহের আবেদন বা পে স্লিপ এর মাধ্যমে ২০০/- টাকা ভ্যাট বাবদ ৩০/- টাকা এবং সোনালী ব্যাংক অনলাইন চার্জসহ সর্বমোট ২৫৩/- প্রদান করতে হয়। নির্ধারিত ফিস প্রদান সোনালী ব্যাংকের যেকোনো শাখায় জমা প্রদান করা যেতে পারে। তারপরে ঐই সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে আপনার আবেদন জমা প্রদানের পর থেকে অল্প কিছু দিনের মধ্যে আপনার হারানো জাতীয় পরিচয়পত্র পুনরায় ফিরে পাবেন। আপনার কার্ডটি প্রিন্ট হলে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
প্রথমত, বাংলাদেশ সোনালী ব্যাংকের জাতীয় পরিচয়পত্র সেবা সমূহের আবেদন বা পে স্লিপ এর মাধ্যমে ২০০/- টাকা ভ্যাট বাবদ ৩০/- টাকা এবং সোনালী ব্যাংক অনলাইন চার্জসহ সর্বমোট ২৫৩/- প্রদান করতে হয়। নির্ধারিত ফিস প্রদান সোনালী ব্যাংকের যেকোনো শাখায় জমা প্রদান করা যেতে পারে। তারপরে ঐই সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে আপনার আবেদন জমা প্রদানের পর থেকে অল্প কিছু দিনের মধ্যে আপনার হারানো জাতীয় পরিচয়পত্র পুনরায় ফিরে পাবেন। আপনার কার্ডটি প্রিন্ট হলে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
দ্বিতীয়ত, ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে বাংলাদেশ নির্বাচন
কমিশনের হারানো কার্ড বা হারানো এনআইডি উত্তোলন ও সংশোধনের ফি জমা প্রদান করা যেতে
পারে। ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে হারানো জাতীয় পরিচয় পত্র উত্তোলন ও
জাতীয় পরিচয়পত্র সংশোধনের ফিস প্রদানের নিয়মাবলী নিচে থেকে দেখে নিতে পারেন ।
ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সংশোধন/হারানো আবেদনের ফিস প্রদানের নিয়মাবলীঃ
তৃতীয়ত, সোনালী ব্যাংকের ট্রেজারি চালান পূরনের মাধ্যমেও নির্ধারিত ফি জমা প্রদান করা যেতে পারে। ট্রেজারী চালানের মাধ্যমে হারিয়ে যাওয়া জাতীয় পরিচয় পত্র উত্তোলন এর অর্থনৈতিক কোড সংশ্লিষ্ট নির্বাচন অফিস থেকে জেনে নিবেন। মূল আবেদন ফি ২০০/- এবং ভ্যাট বাবদ ৩০/- টাকা দুইটি ভিন্ন কোডে অর্থ পরিশোধ করতে হয়।