Birth registration is the first name written in the official register after birth. The only way to legally inform the world about the birth of a child is to register the birth after birth. This is the first legal step to ensure the newborn has a name and a nationality. Birth registration is a right of every child, including adults. It falls into the category of civil rights. Birth registration is the first recognition that a child receives from the state after being born on earth. He joins the ranks of other citizens of the country with equal rights through this birth registration. The right to first birth registration is explicitly mentioned in the United Nations Convention on the Rights of the Child (CRC). Through birth registration a child acquires a ‘name’ which gives him an acquaintance throughout his life. A child also acquires first citizenship through birth registration.
The government enacted the New Birth and Death Registration Act 2004 with the aim of making the birth certificate essential. Formulation of national plan, establishment of good governance, protection of children's rights. Effective since 2006.
The Birth Registration Act states that birth registration is compulsory for every person born in Bangladesh, regardless of age, race, religion or nationality. At the end of the birth registration process, the birth registration authority will issue a certificate to the registrar. The government has already formulated an international birth registration strategy which will be finalized by the end of 2010.
Birth Certificate Online Registration 2021
Birth registration is the registration of a person under the Birth and Death Registration Act, 2004 (Act No. 29 of 2004), gender, date and place of birth, parents' name, their nationality and permanent address. Issuance of birth certificate.
Why Birth Certificate Needed ?
Birth certificate is proof of a person's birth, age, identity and citizenship. In some cases it is mandatory to show birth registration certificate in order to enjoy the status and all the benefits of a recognized citizen of the state.for Example:
1) Passport issue
2) Marriage registration
3) Admission to educational institutions
4) Employment in government, private or autonomous organizations
5) Driving license issue
)) Preparation of voter list
6) Land registration
6) Open a bank account
9) Obtaining import and export licenses
10) Accept gas, water, telephone and electricity connections
11) Receipt of Tax Identification Number (TIN)
12) Obtaining contracting license
13) Receipt of house design approval
14) Receipt of vehicle registration
15) Obtaining trade license
What Problems will arise if the birth is not registered
1) At present birth registration certificate is required for proof of age at the time of admission to the school. Many times it is not possible to get admission in a good school despite having qualifications due to lack of birth registration certificate.
2) Children are involved in various types of juvenile delinquency or conspiracy through various unintentional incidents. In this case, proof of his age is required before the trial starts or before sentencing. Therefore, birth registration certificates play a key role.
3) Passport will have to go abroad for various reasons including study, livelihood, business, travel, medical. A birth registration certificate is a document that must be submitted along with the passport application form. Passport cannot be made without birth registration certificate.
4) Voting is a democratic right of all citizens. However, birth registration certificate has to be submitted along with the voter application form for proof of age. Voter ID card BDcannot be made without a birth registration certificate, resulting in deprivation.
5) In case of government job or autonomous job also birth registration certificate has to be issued now. In this case, if there is no birth registration certificate, the desired job is lost despite the qualifications.
6) Birth registration certificate is required for marriage registration. It also plays a role in proving age at the time of marriage to prevent child marriage. So excluding these also hinders social work like marriage.
7) Birth registration certificate is required at the time of registration after purchase and sale of property. You will face difficulties if you do not have this certificate.
8) Allocation of public-private services and resources will not available.
Birth Certificate Online Registration Process:
To register a birth you need to fill out the prescribed application form (whether it is printed or handwritten) and apply to the registrar with some documents or certificates. You can also apply online by Visiting http://orgbdr.gov.bd/.
(নিবন্ধনাধীন ব্যক্তির বয়স পাঁচ বছরের মধ্যে হলে)-
তথ্য সংগ্রহকারীর প্রত্যয়ন।
অথবা, ইপিআই কার্ডের সত্যায়িত অনুলিপি।
অথবা, সংশ্লিষ্ট চিকিৎসা প্রতিষ্ঠানের ছাড়পত্র বা উক্ত প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত জন্ম সংক্রান্ত সনদের সত্যায়িত অনুলিপি।
অথবা, নিবন্ধক যেরূপ প্রয়োজন মনে করেন জন্ম সংক্রান্ত সেরূপ অন্য কোন দলিলের সত্যায়িত অনুলিপি।
অথবা, তথ্য সংগ্রহকারী হিসাবে নিবন্ধক কর্তৃক নির্দিষ্টকৃত কোনো এনজিও কর্মীর প্রত্যয়ন।
(নিবন্ধনাধীন ব্যক্তির বয়স পাঁচ বছরের বেশি হলে)-
বয়স প্রমাণের জন্য এমবিবিএস ডাক্তারের এবং জন্মস্থান বা স্থায়ীভাবে বসবাসের স্থান প্রমাণের জন্য সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর/সদস্যের প্রত্যয়ন।
অথবা, বয়স ও জন্মস্থান প্রমাণের জন্য তথ্য সংগ্রহকারী হিসাবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ বা প্রধান শিক্ষক বা তৎকর্তৃক মনোনীত শিক্ষক বা কর্মকর্তার প্রত্যয়ন।
অথবা, বয়স ও জন্মস্থান প্রমাণের জন্য ইপিআই কার্ড বা পাসপোর্ট বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা কোনো চিকিৎসা প্রতিষ্ঠানের জন্ম সংক্রান্ত ছাড়পত্র বা উক্ত প্রতিষ্ঠান হইতে প্রাপ্ত জন্ম সংক্রান্ত সনদের সত্যায়িত অনুলিপি।
অথবা, নিবন্ধক যেরূপ প্রয়োজন মনে করেন জন্ম সংক্রান্ত সেরূপ অন্য কোন দলিলের সত্যায়িত অনুলিপি।
অথবা, তথ্য সংগ্রহকারী হিসাবে নিবন্ধক কর্তৃক নির্দিষ্টকৃত কোন এনজিও কর্মীর প্রত্যয়ন।
জন্ম তথ্য প্রদানকারী কারা?
শিশুর পিতা বা মাতা বা অভিভাবক শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম সংক্রান্ত তথ্য নিবন্ধকের নিকট প্রদানের জন্য দায়ী থাকবেন।
এছাড়া যারা কোনো ব্যক্তির জন্ম নিবন্ধনের জন্য নিবন্ধকের নিকট তথ্য প্রেরণ করতে পারবেন:
১) ইউনিয়ন পরিষদের সদস্য এবং সচিব;
২) গ্রাম পুলিশ;
৩) সিটি কর্পোরেশন বা পৌরসভার কাউন্সিলর;
৪) ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন অথবা ক্যান্টনমেন্ট এলাকায় নিয়োজিত স্বাস্থ্যকর্মী ও পরিবার কল্যাণকর্মী;
৫) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সেক্টরে নিয়োজিত বেসরকারী প্রতিষ্ঠানের (এনজিও) মাঠকর্মী;
৬) কোনো সরকারী বা বেসরকারী হাসপাতাল বা ক্লিনিক বা মাতৃসদন বা অন্য কোন প্রতিষ্ঠানে জন্মগ্রহণের ক্ষেত্রে উহার দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসার অথবা ডাক্তার বা ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তা;
৭) নিবন্ধক কর্তৃক নিয়োজিত অন্য কোনো কর্মকর্তা বা কর্মচারী;
৮) জেলখানায় জন্মের ক্ষেত্রে জেল সুপার বা জেলার বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি;
৯) পরিত্যক্ত শিশুর ক্ষেত্রে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা;
নির্ধারিত অন্য কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান।
জন্ম নিবন্ধন কোথায় করবেন?
ব্যক্তির জন্মস্থান বা স্থায়ী ঠিকানা বা বর্তমানে বসবাস করছেন এমন যেকোনো স্থানের নিবন্ধকের কাছে জন্ম নিবন্ধন করানো যাবে। জন্ম নিবন্ধনের জন্য যারা নিবন্ধক হিসাবে দায়িত্ব পালন করেন:
১) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তা বা সদস্য;
২) পৌরসভার মেয়র বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো কর্মকর্তা বা কাউন্সিলর;
৩) সিটি কর্পোরেশনের মেয়র বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তা বা কাউন্সিলর;
৪) ক্যান্টনমেন্ট বোর্ডের প্রেসিডেন্ট বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তা; ও
৫) বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তা।
উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় জোনাল এক্সিকিউটিভ অফিসারগণ, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী সিটি কর্পোরেশনসমূহে সাধারণ ওয়ার্ডের কাউন্সিলরগণ, বরিশাল, সিলেট ও রংপুর সিটি কর্পোরেশনে প্রধান কার্যালয়ে এবং নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি কর্পোরেশনে পুরাতন পৌরসভা কার্যালয়ের কর্মকর্তাগণ জন্ম নিবন্ধকের দায়িত্ব পালন করছেন।
অনলাইনে আবেদন প্রক্রিয়া
অনলাইনে জন্ম নিবন্ধনের আবেদন করতে হলে http://bris.lgd.gov.bd/pub/?pg=application_form অথবা http://orgbdr.gov.bd/ এই লিংকে গিয়ে ফরম পূরণ করতে হবে। আপনার এলাকা কোন জোন ও কোন ওয়ার্ডের অন্তর্ভুক্ত তা জানতে এই লিংক থেকে পিডিএফ ফাইলটি ডাউনলোড করে দেখে নিতে পারেন:http://br.lgd.gov.bd/files/Dhaka%20city%20zonal%20office.pdf
বিভাগ, জেলা প্রভৃতি ধাপ পার হয়ে ওয়ার্ড পর্যন্ত নির্বাচন করার পর স্ক্রিনে একটি অনলাইন ফরম আসবে। অনলাইন জন্ম নিবন্ধনের আবেদন ফরম প্রথমে বাংলায় (ইউনিকোড) ও পরবর্তীতে ইংরেজিতে পূরণের পর প্রয়োজনীয় সম্পাদনা করে সংরক্ষণ বাটনে ক্লিক করতে হবে। সংরক্ষণ বাটনে ক্লিক করলেই আবেদন পত্রটি সংশ্লিষ্ট নিবন্ধক কার্যালয়ে স্থানান্তরিত হয়ে যাবে, আবেদনকারীর আর কোনো সংশোধনের সুযোগ থাকবে না। এরপর পরবর্তী ধাপে প্রিন্ট বাটনে ক্লিক করলে আবেদন পত্রের মুদ্রিত কপি পাওয়া যাবে। সনদের জন্য ১৫ দিনের মধ্যে উক্ত আবেদনপত্রের মুদ্রিত কপি ও প্রযোজ্য ক্ষেত্রে প্রয়োজনীয় প্রমাণপত্রের সত্যায়িত কপিসহ নিবন্ধক অফিসে যোগাযোগ করতে হবে।
জন্ম নিবন্ধন যাচাই :
https://103.48.18.180/verifyapp/
জন্ম নিবন্ধন ফি
শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন করা বাধ্যতামূলক। শিশু জন্মের ২ বছরের মধ্যে জন্ম নিবন্ধন না করালে বাবা-মায়ের জন্য জরিমানা আছে। ২০০৮ সালের ডিসেম্বরের মধ্যে কোনরকম ফি ছাড়া জন্ম নিবন্ধন করার সুযোগ দেয়া হয়। এ সময় বাড়ানো হয়েছিল ২০১০ সালের জুন পর্যন্ত। এ সময়ের মধ্যে দেশের অধিকাংশ শিশু জন্ম নিবন্ধনের আওতায় এসেছে। জুনের পর জন্মনিবন্ধনের জন্য সরকার একটি ফি ধার্য করেছে। তবে ২ বছর পর্যন্ত শিশুদের জন্মনিবন্ধন যেকোন সময় বিনা ফিতে করানো যাবে। শুধু ২ বছরের বেশি সময় পার হলে এই ধার্যকৃত ফি দিতে হবে।