মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ (মাউশি) স্কুল ও কলেজ পর্যায়ে অনুদানপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেছে।
শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের অনুকূলে বরাদ্দকৃত অর্থ বিতরণ প্রসংগে ও অনুদানপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
মাউশি অনুদান প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান-শিক্ষক কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের তালিকা প্রকাশ
বিশেষ অনুদানের ৬ কোটি টাকা পাচ্ছেন বিভিন্ন স্কুল-কলেজের ৫ হাজার ১২৩ জন শিক্ষার্থী ও ১২০টি শিক্ষা প্রতিষ্ঠান।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ ৫ কোটি ৯৯ লাখ টাকা ছাড় করা হয়েছে। ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদের’ মাধ্যমে এ টাকা বিতরণ করা হবে।
আরো দেখুন:
- ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির ১ হাজার ৮৩৮ জন এবং ৯ম থেকে ১০ম শ্রেণির ১ হাজার ৩১২ জন শিক্ষার্থীকে ৮ হাজার টাকা করে দেয়া হয়েছে।
- একাদশ ও দ্বাদশ শ্রেণির ৯৩৩ জন ছাত্রছাত্রীর প্রত্যেককে দেয়া হয়েছে ৯ হাজার টাকা করে।
- স্নাতক ও তদুর্ধ্ব পর্যায়ের ৮৪০ জন শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে দেয়া হয়েছে।
- মনোনীত শিক্ষার্থীদের সম্পূর্ণ তালিকা দেখুন PDF (216 pages) ফাইলে https://drive.google.com/file/d/1Gy_SxTY7-rX3VdZEhSLnMAhR6yD3xzR4/view?usp=drivesdk
- মনোনীত স্নাতক হতে তদুর্ধ্ব শ্রেণির ছাত্র-ছাত্রীর নামের তালিকা(৮৪০জন, প.পৃষ্ঠা ১৬৮-২১৪)
- মনোনীত একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীর নামের তালিকা(৯৩৩ জন, প.পৃষ্ঠা ১১৩-১৬৭)
- এই বিশেষ অনুদানের আবেদনের সুযোগ দেয়া হয়েছিলো ১৫ মার্চ ২০২১ পর্যন্ত।
শিক্ষাবৃত্তি , চাকুরির সংবাদ, সরকারী রেজাল্টের আপডেট খবর জানার জন্য আমাদের ফেসবুক গ্রুপে যোগ দিন:
https://www.facebook.com/Mybdresults24/