বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট বঙ্গবন্ধু শিক্ষাবৃত্তি ২০২২: বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট বঙ্গবন্ধু শিক্ষাবৃত্তি ২০২২ প্রকাশিত হয়েছে। বঙ্গবন্ধু শিক্ষাবৃত্তি সার্কুলারটি বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ওয়েবসাইট http://bffwt.gov.bd/ পাওয়া যাবে। বীর মুক্তিযোদ্ধার সন্তান এইচএসসি/সমমান পাস করে বর্তমানে উচ্চশিক্ষায় অধ্যায়নরত ছাত্র-ছাত্রীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবে।
বঙ্গবন্ধু ছাত্রবৃত্তি ২০২২
বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট বঙ্গবন্ধু ছাত্রবৃত্তির জন্য প্রার্থীকে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বীরমুক্তিযোদ্ধার সন্তান বর্তমানে বিভিন্ন উচ্চ শিক্ষায় অধ্যায়ণরত ছাত্র-ছাত্রীদের পরবর্তী প্রজন্মদের বঙ্গবন্ধু ছাত্রবৃত্তি প্রদানকল্পে অনলাইনে আবেদন করা যাবে।
আবেদন করা যাবে ৩০ জুন ২০২২ রাত ১২.০০ পর্যন্ত।
মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট বঙ্গবন্ধু শিক্ষাবৃত্তি ২০২২ সার্কুলার
উপরের সার্কুলারটি পিডিএফ ডাউনলোড করুন।
বঙ্গবন্ধু ছাত্রবৃত্তি ২০২২ কিভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট https://tmis.bffwt.gov.bd/mis/ লিংকে প্রবেশ করতে হবে । আপনি যদি সাইটটিতে নতুন ইউজার হয়ে থাকেন তাহলে
রেজিস্টার বাটনে ক্লিক করে আগে নিবন্ধিত হতে হবে।
পুরাতন ইউজার হলে
লগ ইন বাটনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য পূরন করতে হবে। বিস্তারিত তথ্যের জন্য https://tmis.bffwt.gov.bd/mis/ ওয়েবসাইটে যান।
আবেদনপত্রের সঙ্গে নিম্নলিখিত সংযােজনী সমূহ দাখিল করতে হবে
১। সকল সার্টিফিকেট (যদি থাকে) এর সত্যায়িত ফটোকপি (সার্টিফিকেট উত্তোলন করা না হলে প্রধান শিক্ষক/
অধ্যক্ষের প্রশংসাপত্র)।
২। সকল ট্রান্সক্রিপ্ট/ মার্কশীটের সত্যায়িত ফটোকপি।
৩। নিম্নলিখিত দুইটি উৎস হতে প্রত্যায়িত পিতা/মাতা/অভিভাবকের আয়ের বিবরণের মূল কপি (আয়ের বিবরণীতে
অবশ্যই পিতা/মাতা/অভিভাবকের পেশা উল্লেখ থাকতে হবে) চাকুরীরত পিতা/মাতা/অভিভাবকের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উচ্চ পদস্থ কর্মকর্তা/অন্যান্য ক্ষেত্রে সংশ্লিষ্ট কাউন্সিলর/পৌর মেয়র/ইউপি চেয়ারম্যান।
৪। মুক্তিযােদ্ধার সনদের সত্যায়িত কপি।
৫। মুক্তিযােদ্ধার সঙ্গে সম্পর্ক সম্পর্কিত প্রত্যয়নপত্র (স্ব-স্ব ইউ,পি চেয়ারম্যান/পৌর মেয়র/কাউন্সিলর এবং উপজেলা
মুক্তিযােদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার প্রদত্ত)/ ডাটাবেইজ প্রিন্ট।
৬। যে প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে সে প্রতিষ্ঠান প্রধান/বিভাগীয় প্রধানের প্রত্যয়ণপত্র।
৭। পিতা-মাতা/ অভিভাবকের জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত কপি।
৮। নিম্নলিখিত ব্যক্তিবর্গের জন্ম সনদ আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে
(ক)আবেদনকারী যদি মুক্তিযােদ্ধার পুত্র-কণ্যার পুত্র-কণ্যা হয় তাহলে আবেদনকারীর পিতা-মাতার জন্ম সনদ।
(খ) আবেদনকারী মুক্তিযােদ্ধার পরবর্তি প্রজন্ম হলে আবেদনকারীর সঙ্গে মুক্তিযােদ্ধার সম্পর্ক নির্ণয়ের জন্য পূর্ববর্তী
প্রজন্মের যার যার জন্ম সনদ প্রয়ােজন তাদের সকলের জন্ম সনদ সংযুক্ত করতে হবে।