বিদেশ থেকে ফিরেছেন? এন আইডি পেতে চান? ভোটার হতে চান? যদি আপনার উত্তর হ্যা হয় তবে আপনি সঠিক জায়গায় এসেছেন। দীর্ঘদিন বিদেশে থাকার জন্য যারা এনআইডি কার্ড বা বাংলাদেশে ভোটার হতে পারেননি তাদের জন্য বর্তমানে হালনাগাদ কার্যক্রম দেশব্যাপি চলমান আছে। ভোটার হওয়ার জন্য হালনাগাদ ২০২২ বা আপনার সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে যোগাযোগ করুন।
নতুন ভোটার হওয়ার জন্য আপনার যা যা প্রয়োজন হবে।
→ অনলাইন জন্ম সনদ;
→ শিক্ষা সনদ (যদি থাকে)
→ নাগরিকত্ব সনদ (কাউন্সিলর/ চেয়ারম্যান প্রদত্ত)
→ মেয়াদ সম্বলিত বৈধ পাসপোর্টের কপি
→ অনলাইনে https://services.nidw.gov.bd/nid-pub/ পূরণকৃত ফরম;
→ আবেদনকৃত ফরম প্রিন্ট পূর্বক ৩৪ নং কলাম শনাক্তকারী (বাবা/মা/ভাই/বোন/পরিচিত যে কারো) স্বাক্ষর ও এনআইডি নম্বর উল্লেখ করতে হবে;
→ আবেদনকৃত ফরম প্রিন্ট পূর্বক ৪১ নং কলাম যাচাইকারী (কাউন্সিলর/ চেয়ারম্যানের) এনআইডি নম্বর উল্লেখ করে স্বাক্ষর ও সিল লেপন করতে হবে;
→ ইউটিলিটি বিলের কপি ( বিদ্যুৎ, গ্যাস, পানি, টেলিফোন, ট্যাক্স রশিদের কপি);
→ পিতা, মাতা, স্বামী/স্ত্রীর NID কপি (মৃত হলে মৃত্যুর সন উল্লেখ করতে হবে) এবং প্রযোজ্য ক্ষেত্রে সুরক্ষা সেবা বিভাগ হতে প্রদত্ত দ্বৈত নাগরিকত্ব সনদ।
• UK, USA, কানাডা, ইউরোপের বিভিন্ন দেশ, হংকং, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও জাপানের নাগরিকত্ব গ্রহণকারীদের ক্ষেত্রে-
■ সংশ্লিষ্ট দেশের নাগরিকত্ব গ্রহণকালে পঠিতব্য শপথ বাক্যে নিজ দেশের (বাংলাদেশের) আনুগত্য প্রত্যাহারের বিষয় উল্লেখ না থাকলে দ্বৈত নাগরিকত্ব সনদের প্রয়োজন নেই।
■ কিন্তু যদি প্রত্যাহারের বিষয় থাকে তাহলে দ্বৈত নাগরিকত্ব সনদের প্রয়োজন হবে। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ক্ষেত্রে দ্বৈত নাগরিকত্ব সনদ প্রয়োজন নেই। বৈবাহিক সূত্রে বাংলাদেশের নাগরিকত্ব অর্জনকারী বিদেশী নাগরিকগণের ক্ষেত্রে সুরক্ষা সেবা বিভাগ হতে প্রদত্ত নাগরিকত্ব সনদ আবশ্যক।
অনলাইনে নতুন ভোটার নিবন্ধন আবেদন করতে ভিজিট করুন
→ https://services.nidw.gov.bd/nid-pub/