বিএড/বিপিএড/এমএড কোর্সে কেন ভর্তি হবেন | ভর্তি হতে কি যোগ্যতা লাগে ও চাকুরীর সুযোগ

 

বিএড/বিপিএড/এমএড কোর্সে কেন ভর্তি হবেন | ভর্তি হতে কি যোগ্যতা লাগে ও চাকুরীর সুযোগ

শিক্ষা বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রির নামই বিএড (ব্যাচেলর অব এডুকেশন) ও এমএড (মাষ্টার অব এডুকেশন)। শিক্ষকতাকে যারা ভালবাসেন এবং শিক্ষকতাকে পেশা হিসেবে নিয়েছেন বা যারা বর্তমানে কর্মরত তাদের জন্যই এসমস্ত কোর্স। এসব কোর্সে হাতে কলমে অনেক কিছু শেখানো হয় যা অনেক কাজে লাগে। দেশের সব সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত শিক্ষা প্রতিষ্ঠানে (মাধ্যমিক স্কুল থেকে কলেজ পর্যন্ত) উভয় ডিগ্রিধারী শিক্ষকদের দ্বিতীয় শ্রেণীর স্কেলে বেতন প্রদান করা হয় । 

 

 

 বি.এড করলে তারা সিনিয়র স্কেলে বেতন পান। বি.এড ছাড়া স্কুল শিক্ষকের বেতন ১২৫০০ টাকা কিন্তু বি.এড করলে ১৬০০০ টাকা বেতন পান। তবে সাধারণরাও করতে পারেন। 

 

 বিএড/বিপিএড/এমএড কোর্স কি?

B.Ed (Bachelor of Education) শিক্ষা বিষয়ে স্নাতক ডিগ্রীর নামই হলো বিএড। শিক্ষাকতাকে পেশা হিসেবে যারা গ্রহন করতে চান ও যারা এ পেশায় জড়িত তাদের জন্যই এই কোর্স । বাংলাদেশের সকল সরকারি/বেসরকারী স্কুল - কলেজে এ ডিগ্রীধারীদের ২য় শ্রেণীর স্কেলে বেতন প্রদান করা হয়


আরো পড়ুনঃ 

NTRCA 4th Cycle Gonobiggopti 2023 | NTRCA e Application System ngi04cycleteletalk.com.bd


NTRCA Vacant Post 2023 | Combined National Merit List Check NGI 4th Cycle Gonobiggopti

 

 BPED কেন ভর্তি হবেন | ভর্তি হতে কিকি যোগ্যতা লাগে জেনে নিন।

জাতীয় বিশ্ববিদ্যালয়েরর নিন্মোক্ত কোর্স গুলো বিভিন্ন টিচার্স ট্রেনিং কলেজের মাধ্যমে পাঠদান করানো হয়।
 
1. B. Ed (one year), under National University [প্রফেশনাল মাস্টার্স] 
 
2. M. Ed (one year) under National University
 
3. B. Ed (Hon’s), 04 years course under National University
 
 
 

Officer General (Based Year 2021) Bangladesh Bank BSCS Job Circular 2023


বিএড ২০২৩ ভর্তির যোগ্যতা :

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত শর্ত সাপেক্ষ ভর্তি করানো হয় । সাধারণত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফলাফলে জিপিএ চতুর্থ বিষয়সহ ২.৫ করে মোট ৫.০০ পয়েন্ট থাকলে এ কোর্সের জন্য বিজ্ঞান, বাণিজ্য, মানবিক সকল শাখার শিক্ষার্থীরাই আবেদন করতে পারবে। ২০১৫ সাল হতে এ কোর্সে জিপিএ স্কোরের ভিত্তিতে ভর্তি নেয়া হচ্ছে।
 
 
যা পড়ানো হয়
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দেশের সব সরকারি-বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজে, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে সাধারণত যেসব বিষয় পড়ানো হয় তা হচ্ছে শিক্ষণ দক্ষতা, মাধ্যমিক শিক্ষা, শিক্ষাক্রম ও শিশুর ক্রমবিকাশ, শিখন, মূল্য যাচাই ও প্রতিফলনমূলক অনুশীলন, মৌলিক কম্পিউটার দক্ষতা এবং কর্মসহায়ক গবেষণা ইত্যাদি । এ ছাড়া বাংলা, ব্যবসায় শিক্ষা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান এবং সামাজিক বিজ্ঞান, ধর্ম শিক্ষা, কৃষি শিক্ষা, গার্হস্থ্য অর্থনীতি ও তথ্য যোগাযোগপ্রযুক্তিসহ অন্যান্য বিষয়ও পড়ানো হয়।
 
উচ্চ শিক্ষার সুযোগ -সুবিধা :
শিক্ষা ক্ষেত্রে উন্নত বিশ্বে উচ্চ শিক্ষার সুবিধা অনেক বেশি । প্রত্যেক বছর শিক্ষার্থীদের বিরাট একটা অংশ বৃত্তি নিয়ে উন্নত দেশে পড়াশুনা করতে যায় । এ ক্ষেত্রে অষ্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা, যুক্তরাজ্য, জাপান, নিউজিল্যান্ড, ফিলিপাইন ও ভারতের নাম উল্লেখ যোগ্য । পৃথিবীর বিভিন্ন দেশে শিক্ষা বিজ্ঞান বিষয়ক বিভাগ, অনুষদ, ইনস্টিটিউট এমনকি বিশ্ববিদ্যালয় রয়েছে । সেখানে বৃত্তি নিয়ে পড়ার সুযোগ রয়েছে । মূলত বৃত্তির বিষয়টা শিক্ষার্থীর চেষ্টার উপর নির্ভর করে।
 
উন্নত দেশে যেসব বিশ্ববিদ্যালয়ে শিক্ষায় বৃত্তি দিয়ে থাকে এ গুলোর মাঝে রয়েছে- মোনাস ইউনিভার্সিটি; অস্ট্রেলিয়া, নরোজিয়ান ইউনিভার্সিটি অব লাইফ সাইন্স; নরওয়ে, জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি; যুক্তরাষ্ট্র, ভিক্টোরিয়া ইউনিভার্সিটি; কানাডা, কলোম্বিয়া ইউনিভার্সিটি; যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের নামি দামী বিশ্ববিদ্যালয়ে বৃত্তির সুযোগ রয়েছে।
 
 
 
 
ক্যারিয়ার প্রসপেক্টাস :
বিএড নিয়ে অনার্স পড়ার পর একজন শিক্ষার্থী যেসব ক্ষেত্রে জব করার সুযোগ পায় তা নিন্মরূপ:
  • বিসিএস
  • বিসিএস(শিক্ষা)
  • শিক্ষা মন্ত্রণালয়
  • শিক্ষা বোর্ড
  • জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড
  • শিক্ষা অধিদফতর
  • টিচার্স ট্রেনিং কলেজ

 
আর বেসরকারী ক্ষেত্রে :
 
বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক এনজিও সমূহ তাদের শিক্ষামূলক কার্যক্রম পরিচালনায় বিএড ও এমএড কোর্স সম্পন্ন দক্ষ জনশক্তি চায় । যার মধ্যে
  • save the children
  • US-Aid
  • AUS-Aid
  • UNESCO
  • UNECEF
  • BRAC
  • প্রশিকা
ইত্যাদি উল্ল্যেখযোগ্য ।
 
 


ভর্তি পরীক্ষাঃ বিএড, বিএড অনার্স ও এমএড কোর্সে ভর্তির জন্য পরীক্ষায় অংশ নিতে হয়। ১বছর মেয়াদি বিএড কোর্সে ভর্তির জন্য ১০০ নম্বরের পরীক্ষা দিতে হয়। বাংলা, ইংরেজি, গনিত ও সাধারন জ্ঞান বিষয়ে প্রশ্ন থাকে।এ ছাড়া বিভাগ সংশ্লিষ্ট বিষয়েও প্রশ্ন করা হয়। (তবে ৪ বছর মেয়াদী বিএড কোর্সে এডমিশন নিতে কোনো পরিক্ষা দিতে হয়না, জিপিএ এর ভিত্তিতে ভর্তি করানো হয়।)

 

বিএড/বিপিএড/এমএড সিলেবাসঃ ১ বছর মেয়াদী(২ সেমিস্টার) বিএড কোর্সের সিলেবাস পিডিএফ লিংকঃ
http://nu.ac.bd/uploads/2018/01/1BEd-One-Year-Syllabus-2017_pub_date_01012017.pdf (নতুন কারিকুলাম অনুযায়ী ২০১৭ সালের জন্য প্রবর্তিত বি এড এর সিলেবাস। এই সিলেবাসটির নতুন বৈশিষ্ট্য হলো ২ টি সেমিষ্টার ভিত্তিক এবং ১ বছর মেয়াদী।)

 

৪ বছর মেয়াদী(৮ সেমিস্টার) বিএড(অনার্স) কোর্সের সিলেবাস পিডিএফ লিংকঃ http://nu.ac.bd/uploads/2018/01/13Bachelor-of-Education-Hons-2013-14.zip

 
বিঃদ্রঃ ৪ বছর মেয়াদী(৮ সেমিস্টার) বিএড(অনার্স) কোর্সটি মূলত এসএসসি ও এইচএসসি পরীক্ষার পর আবেদন করতে হয় ।

 
 
 

এনইউ অধিভুক্ত যেসকল কলেজে বিএড/বিপিএড/এমএড পড়ানো হয় :

নিন্মোক্ত ১১ টি টিচার্স ট্রেনিং কলেজে জাঃ বিশ্বঃ এর অধীনে ০৪ বছর মেয়াদী বি.এড(অনার্স) পড়ানো হয় ।
  1. সরকারী টিচার্স ট্রেনিং কলেজ, ঢাকা - আসন ১১০ টি;
  2. সরকারি টিচার্স ট্রেনিং কলেজ (মহিলা), ময়মনসিংহ;
  3. সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ময়মনসিংহ -আসন ১০০ টি;
  4. সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ফরিদপুর - আসন ৫০ টি;
  5. সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, কুমিল্লা - আসন ১০০ টি;
  6. সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, সিলেট - আসন ১০০ টি;
  7. সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, রাজশাহী - আসন ৭৫ টি ;
  8. সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, রংপুর - আসন ১০০ টি;
  9. সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, খুলনা - আসন ৫০ টি;
  10. সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, যশোর - আসন ৫০টি;
  11. শহীদ আব্দুর রব সেরানিয়াবাদ টিচার্স ট্রেনিং কলেজ, বরিশাল - আসন ৫০ টি;


 

১৫টি সরকারি বিএড কলেজের নাম ও যোগাযোগের ঠিকানাঃ
-> সরকারি টিচার্স্ ট্রেনিং কলেজ, ধানমন্ডি, ঢাকা;
-> সরকারি টিচার্স্ ট্রেনিং কলেজ (পুরুষ), সদর ময়মনসিংহ;
-> সরকারি টিচার্স্ ট্রেনিং কলেজ (মহিলা), সদর ময়মনসিংহ;
-> সরকারি টিচার্স্ ট্রেনিং কলেজ, সদর, ফরিদপুর;
-> সরকারি আ: রব সেরনিয়াবাদ টিচার্স্ ট্রেনিং কলেজ,বরিশাল;
-> সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ, সদর, রংপুর;
-> সরকারি টিচার্স্ ট্রেনিং কলেজ, সদর, পাবনা,
-> সরকারি টিচার্স্ ট্রেনিং কলেজ, রাজশাহী;
-> সরকারি টিচার্স্ ট্রেনিং কলেজ, খুলনা সদর, খুলনা;
-> সরকারি টিচার্স্ ট্রেনিং কলেজ, সদর,
-> যশোর, সরকারি টিচার্স্ ট্রেনিং কলেজ, কোটবাড়ী, কুমিল্লা,
-> সরকারি টিচার্স্ ট্রেনিং কলেজ,সদর, ফেনী,
-> সরকারি টিচার্স্ ট্রেনিং কলেজ,বাকলিয়া, চকবাজার, চট্টগ্রাম,
-> সরকারি টিচার্স্ ট্রেনিং কলেজ, সদর, সিলেট,
-> বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট, বোর্ড বাজার গাজীপুর অধিভুক্ত।

 

ঢাকা বিভাগের ৩৫টি বেসরকারি বিএড কলেজের নামঃ
(১)এডুকেশন এন্ড ডেভলপমেন্ট ইনস্টিটিউট,বাড়ী নং-৪,রোড নং১৫,সেক্টর -৬,উত্তরা,ঢাকা;
(২) শের-ই-বাংলা টিচার্স্ ট্রেনিং কলেজ ,সেকশন-১১/এ, রোড নং-০৩, বাড়ী নং-১,মিরপুর,ঢাকা;
(৩) আইডিয়াল টিচার্স্ ট্রেনিং কলেজ, রোড নং ৬/এ,সেক্টর ৫,উত্তরা মডেল টাউন ,ঢাকা;
(৪) বাংলাদেশ টিচার্স্ ট্রেনিং মহাবিদ্যালয়,১৯ ইন্দিরা রোড,ফার্মগেট, ঢাকা;
(৫)মডার্ন টিচার্স্ ট্রেনিং কলেজ,৯০/এ নিউ সারকুলার রোড ,মৌচাক,ঢাকা;
(৬) খান বাহাদুর আহসান উল্লাহ টিচার্স্ ট্রেনিং কলেজ,৩/ডি শ্যামলী,রোড নং-১মোহাম্মদপুর,ঢাকা;
(৭) কলেজ অবএডুকেশন ডেভলপমেন্ট স্টাডিজ, ১২৯ কলাবাগান,মিরপুর রোড ,ঢাকা;
(৮) কলেজ অবএডুকেশন এন্ড রিসার্চ ট্রেনিংবধির হাইস্কুল ক্যাম্পাস,৬২ বিজয় নগর, ঢাকা;
(৯) শেখ জামাল টিচার্স্ ট্রেনিং কলেজ,৫/১২ এফ লালমাটিয়া, মোহাম্মদপুর,ঢাকা।
(১০) সাভার টিচার্স্ ট্রেনিং ইন্সটিউট,রেডিও কলোনি,বি.পি.এ.টি.সি,সাভার, ঢাকা;
(১১) নিউ রাজধানী টিচার্স্ ট্রেনিং কলেজ,নীলক্ষেত হাইস্কুল ক্যাম্পাস, নীলক্ষেত, ঢাকা;
(১২) শেখ ফজিলাতুন্নেসাটিচার্স্ ট্রেনিংকলেজ,৬২৭ কাজীপাড়া,মিরপুর, ঢাকা;
(১৩) মহানগর টিচার্স্ ট্রেনিং কলেজ,১৮৬/এ নিউ পল্টন লাইন ,আজিমপুর,ঢাকা;
(১৪) ভিক্টোরিয়াটিচার্স্ ট্রেনিং কলেজ,রেহানা মঞ্জিল,১৯/এ সুভাষ বোস এভিনিউ,লক্ষ্মীপুর,ঢাকা;
(১৫) বিযাম টিচার্স্ ট্রেনিং কলেজ,৩৬ নিউ ইস্কাটন রোড, রমনা,ঢাকা;

(১৬) ন্যাশনাল টিচার্স্ ট্রেনিং কলেজ,বাড়ী নং-১২,রোড নং ১/এ,খিলক্ষেত, ঢাকা;
(১৭) সাইক টিচার্স্ ট্রেনিং এন্ড রিসার্চ ইনস্টিটিউট,মিরপুর,ঢাকা।
(১৮) প্রাইম টিচার্স্ ট্রেনিং কলেজ,বাড়ী নং-৫৭,রোড নং-৯/এ(নতুন), ধানমন্ডি আ/এ, ঢাকা;
(১৯) ইন্টারন্যাশনাল এডুকেশন কলেজ,গোপীবাগ, ঢাকা;
(২০) আর্শ্চ বিশপ টি আই গাঙ্গুলী শিক্ষক প্রশিক্ষণ কলেজ, ঢাকা;
(২১) ফাতেমা রহমান টিচার্স্ ট্রেনিং কলেজ,নারায়নগঞ্জ;
(২২) গাজীপুর টিচার্স্ ট্রেনিং কলেজ, চান্দানা চৌরাস্তা, গাজীপুর;
(২৩) ন্যাশনাল কলেজ অব এডুকেশন,১৩৩/১ পূর্ব ব্রাহ্মন্দী, নরসিংদী সদর, নরসিংদী;
(২৪) আইডিাল টিচার্স্ ট্রেনিং কলেজ, বেউথা রোড, সদর, মানিকগঞ্জ;
(২৫) টিচার্স্ এডুকেশন কমপ্লেক্স, হাজী কাশেম আলী ম্যানসন, মুক্তাগাছা, ময়মনসিংহ;
(২৬) টাঙ্গাইল টিচার্স্ ট্রেনিং কলেজ, কাগমারী রোড, কলেজপাড়া, টাঙ্গাইল;
(২৭) রেনেসাঁ টিচার্স্ ট্রেনিং কলেজ, বকুল তলা, জামালপুর;
(২৮) খান সাহেব আব্দুল জাজিজ টিচার্স্ ট্রেনিং কলেজ, নীথিলনাথ রোড, নেত্রকোনা;
(২৯) টিচার্স্ ট্রেনিং কলেজ, মোহাম্মদী ম্যানশন, বড় বাজার, কিশোরগঞ্জ;
(৩০) এম.এ রৌফ বি এড কলেজ, হীরা বাড়ি রোড, গোপালগঞ্জ; মাদারীপুর 

(৩১) টিচার্স্ ট্রেনিং কলেজ, বকুল তলা, কুলপদ্দী, মাদারীপুর;
(৩২) জে. এম মডেল টিচার্স্ ট্রেনিং কলেজ, পশ্চীম খাবাসপুর, ফরিদপুর; 

(৩৩) রাজবাড়ী টিচার্স্ ট্রেনিং কলেজ, রাজবাড়ী;
(৩৪) সানফ্লাওয়ার টিচার্স্ ট্রেনিং কলেজ, ফরিদপুর;
(৩৫) হাসেম উদ্দিন বি বি এড কলেজ, নবাবগঞ্জ।

 

বরিশাল বিভাগের ৮টি বেসরকারি বিএড কলেজের নামঃ

(১) লাল মিয়া টিচার্স্ ট্রেনিং কলেজ, কলেজ রোড, বরগুনা।
(২) দক্ষিণবঙ্গ টিচার্স্ ট্রেনিং কলেজ, মৌকরণ, পটুয়াখালী।
(৩) দক্ষিণবঙ্গ টিচার্স্ ট্রেনিং কলেজ, শেরেবাংলা সড়ক, পটুয়াখালী।
এছাড়াও আরো কয়েকটি কলেজ হলো,
(৪) মঠবাড়িয়া টিচার্স্ ট্রেনিং কলেজ, পিরোজপুর।
(৫) কলেজ অব এডুকেশন, সদর, বরিশাল।
(৬) পিরোজপুর টিচার্স্ ট্রেনিং কলেজ, সদর, পিরোজপুর।
(৭) পটুয়াখালী টিচার্স্ ট্রেনিং কলেজ, লতিফ স্কুল রোড, পটুয়াখালী।
(৮) ভোলা অধ্যক্ষ নজরুল ইসলাম টিচার্স্ ট্রেনিং কলেজ, ভোলা।

 

চট্টগ্রাম বিভাগের ১৭টি বেসরকারি বিএড কলেজের নামঃ

(১) এডুকেশন কলেজ, সেকশন -৪, হাউজিং এস্টেট, কুমিল্লা।
(২) এডুকেশন কলেজ, সেকশন -৪, হাউজিং এস্টেট, কুমিল্লা।
(৩) কুমিল্লা মডেল এডুকেশন রিসার্চ সেন্টার, দক্ষিন ঠাকুরপাড়া, লাকসাম রোড, কুমিল্লা।
(৪) কুমিল্লা শিক্ষক প্রশিক্ষন কলেজ, রামঘাট, কান্দিপাড়, কুমিল্লা। 

(৫) কুমিল্লা বিএড কলেজ, ইপিজেট (পশ্চিম), মধ্যম, আশ্রাফপুর, কুমিল্লা।
(৬) বাংলাদেশ ইনস্টিটিউট অব টিচার্স্ ট্রেনিং কলেজ, তিতাস, কুমিল্লা। 

(৭) সেকান্দার শিক্ষক প্রশিক্ষন কলেজ, মতলব, চাঁদপুর। হাজীগঞ্জ আইডিয়াল কলেজ অব এডুকেশন, হাজীগঞ্জ, চাঁদপুর।
(৮) ব্রাক্ষ্মনবাড়িয়া শিক্ষক প্রশিক্ষন কলেজ, বাড়ী নং -২১, টিএ রোড, উত্তর মোরাইল, ব্রাক্ষ্মনবাড়িয়া।
(৯) লক্ষ্মীপুর টিচার্স ট্রেনিং কলেজ, উপজেলা সদর, লক্ষ্মীপুর। নোয়াখালী টিচার্স ট্রেনিং কলেজ, মাইজদী কোর্ট, নোয়াখালী।
(১০) জিয়া এডুকেশন অব ডেভলপমেন্ট ইনস্টিটিউট, চৌমুহনী, বেগমগঞ্জ, নোয়াখালী।
(১১) রিসার্চ ফর এডুকেশন এন্ড ম্যানেজমেন্ট একাডেমী, ১১৬ চট্টেশরী রোড, চকবাজার, চট্টগ্রাম।
(১২) ন্যাশনাল টিচার্স ট্রেনিং কলেজ, বহদ্দার হাট চান্দগাঁও, চট্টগ্রাম। 

(১৩) সিটি টিচার্স ট্রেনিং কলেজ, বাড়ী নং-৮ রোড নং ২, বন্টক –সি, হালিশহর, চট্টগ্রাম।
(১৪) মডার্ন টিচার্স ট্রেনিং কলেজ, ১৩৩১/এ জাকির হোসেন রোড, খুলশী, চট্টগ্রাম।
(১৫) চিটাগাং কলেজ অব এডুকেশন, ১০৫৪ শাহ আমানত সংযোগ সড়ক, চট্টগ্রাম।
(১৬) পরশপাথর শিক্ষক প্রশিক্ষন কলেজ, চট্টগ্রাম।
(১৭) কক্সবাজার টিচার্স ট্রেনিং কলেজ, চৌধুরিপাড়া, ঝিলংজা, কক্সবাজার।

 

 

 সিলেট বিভাগের কলেজের নাম হলোঃ
(১) জালালাবাদ টিচার্স ট্রেনিং কলেজ, শাহাজালাল, উপশহর, সিলেট
(২) সীমান্তিক আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজ, খান কমপ্লেক্স, উপশহর মেইন রোড, সোনার পাড়া, সিলেট।
রংপুর বিভাগের কলেজের নামগুলো হলো-
(১) ঠাকুরগাঁও টিচার্স ট্রেনিং কলেজ, নিশ্চিন্তপুর, ঠাকুরগাঁও
(২) পার্বতীপুর বি এড কলেজ, পার্বতীপুর, দিনাজপুর
(৩) দিনাজপুর টিচার্স ট্রেনিং কলেজ, বালুবাড়ি, দিনাজপুর
(৪) নীলফামারি টিচার্স ট্রেনিং কলেজ, নীলফামারী সদর, নীলফামারী
(৫) রংপুর আদর্শ বি, এড কলেজ, সেন্ট্রাল রোড, কতোয়ালী, রংপুর
(৬) কুড়িগ্রাম টিচার্স ট্রেনিং কলেজ, সদর, কুড়িগ্রাম
(৭) গোবিন্দগঞ্জ টিচার্স ট্রেনিং মহাবিদ্যালয, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা।

 

 

 

খুলনা বিভাগের বিএড কলেজের নামগুলোঃ
(১) কলারোয়া টিচার্স ট্রেনিং কলেজ, কলারোয়া,সাতক্ষীরা।
(২) সুন্দরবন শিক্ষক প্রশিক্ষন কলেজ,মুন্সীপাড়া, সাতক্ষীরা সদর, সাতক্ষীরা।
(৩) হাজী ওয়াজেদ আলী টিচার্স ট্রেনিং কলেজ,সুলতানপুর, সাতক্ষীরা সদর, সাতক্ষীরা।
(৪) রহিমাএজহার মেমোরিয়াল বি,এড কলেজ,সুভাসিণী,তালা, সাতক্ষীরা।(৫) সাতক্ষীরা টি টি কলেজ, সাতক্ষীরা।
(৬) সারোয়ার খান টিচার্স ট্রেনিং কলেজ,খালিসপুর,দৌলতপুর,খুলনা।
(৭) আমিরুল ইসলাম কাগজী টিচার্স ট্রেনিং কলেজ,পাইকগাজা,খূলনা।
(৮) ইনস্টিটিউট অব এডুকেশন লাইব্রেরী এন্ড ম্যানেজমেন্ট, ৯৩মুজগুন্নী মহাসড়ক,বয়রা ,খুলনা।
(৯) ড.মিয়া আব্বাস উদি্দন টিচার্স ট্রেনিং কলেজ,মোড়লগঞ্জ,বাগেরহাট।
(১০) খানজাহান আলী টিচার্স ট্রেনিং কলেজ,টাউন নওয়াপাড়া,কাটাখালী, ফকিরহাট,বাগেরহাট।
(১১) বেলায়েত হোসেন বি,এড কলেজ,দেপাড়া বাগেরহাট।
(১২) মুন্সী মেহেরউল্লাহ টিচার্স ট্রেনিং কলেজ, ২৫৩ বিমান বন্দর সড়ক,যশোর।
(১৩) যশোর টিচার্স ট্রেনিং কলেজ,পারবাড়ী, যশোর।
(১৪) উপশহর টিচার্স ট্রেনিং কলেজ,২৩৬সেক্টর-১, উপশহর।



প্রতিদিন শিক্ষা বিষয়ক সংবাদ পেতে আমাদের ফেসবুক গ্রুপে যোগ দিন: https://www.facebook.com/groups/mybdresults24

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad