Cadet Sub-Inspector of Bangladesh Police Unarmed Job Circular 2025-police teletalk com bd

Bangladesh Police Cadet Sub-Inspector Unarmed Job Circular 2025 has been Published in the Recruitment Website of Police Teletalk Com BD. Find All the Details of Sub Inspector Cadet Police Job Application Form, Apply for Sub Inpector of Police 2025. Both Male and Female Can Apply for Cadet Sub Inspector of Bangladesh Police. Cadet Sub-Inspector of Bangladesh Police Unarmed Job Circular 2025-police teletalk com bd



Cadet Sub-Inspector of Police Unarmed Job Circular 2025



Becoming a Cadet Sub Inspector (CSI) in the Bangladesh Police involves a structured process. Here’s an overview tailored for the context of Bangladesh.



Cadet Sub-Inspector Police Unarmed Job Circular 2025


Application Start Date: ০৫ অক্টোবর ২০২৪

Last Date of Application: ২০ অক্টোবর ২০২৪

বয়স: ১৯ হতে ২৭ বছরের মধ্যে

শিক্ষাগত যোগ্যতা: অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রী

বৈবাহিক অবস্থা: অবিবাহিত

উচ্চতা: পুরুষ- ৫ ফুট ৬ ইঞ্চি, মহিলা- ৫ ফুট ৪ ইঞ্চি

আবেদন ফি: ৪০ টাকা

লিখিত পরীক্ষার ফি: ৫৫০ টাকা



How to Apply Cadet Sub-Inspector of Police Job 2025


Interested Applicants in Bangladesh Police have to Apply Online at http://police.teletalk.com.bd লিংকে প্রবেশ করে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা বা Physical Endurance Test-এর জন্য আবেদন ফরম পূরণ করতে হবে।


অনলাইনে আবেদনের সময়সীমা ০৫ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ ১০.০০ ঘটিকা হতে ২০ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ ২৩.৫৯ ঘটিকা পর্যন্ত বহাল থাকবে


আবেদন ফরম পূরণ করার অব্যবহিত পরে প্রত্যেক যোগ্য প্রার্থী একটি USER ID পাবে। এ ক্ষেত্রে প্রার্থীকে আবেদন ফরম পূরণের ২৪ ঘণ্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে ৪০/- (চল্লিশ) টাকা (অফেরতযোগ্য) সার্ভিস চার্জ বাবদ জমা দিতে হবে।


আবেদনকারীর পূরণকৃত তথ্য পরবর্তী সকল কার্যক্রমে  ব্যবহৃত হবে বিধায় অনলাইনে আবেদন ফরম সাবমিট করার পূর্বে সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থীকে শতভাগ নিশ্চিত হতে হবে।


ক্যাডেট সাব-ইন্সপেক্টর পুলিশ নিরস্ত্র আবেদন ফি প্রদানের নিয়ম: 

প্রত্যেক প্রার্থীকে তার USER ID ব্যবহার করে কমপক্ষে ৪০/- (চল্লিশ) টাকা ব্যালেন্স রয়েছে এমন যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে দুইটি এসএমএস (SMS) করতে হবে।

১ম এসএমএস (SMS) : SIP <space> USER ID লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে 

Example : SIP ABCDEF

Reply: "Applicant's Name", TK 40/- will be charged as service charge for PET of Cadet Sub-Inspector (Unarmed) Recruitment Application. Your PIN NUMBER is xxxxxxxxxx (10 digits). 


To pay fee, type SIP<space>YES<space>PIN NUMBER & Send to 16222

২য় এসএমএস (SMS): SIP<space>YES<space>PIN NUMBER লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে

Example: SIP YES xxxxxxxxxx

Reply: Congrats! "Applicant's Name", Your payment has been completed successfully for the application of PET of Cadet Sub-Inspector (Unarmed) Recruitment Examination 2024. USER ID is (ABCDEF) and PASSWORD is (xxxxxxxxxx)



Cadet Sub-Inspector Police Teletalk Job Circular 2025

প্রিলিমিনারি স্ক্রিনিং-এ বাছাইকৃত প্রার্থীদের এসএমএস (SMS)-এ প্রেরিত USER ID এবং PASSWORD ব্যবহার করে http://police.teletalk.com.bd লিংকে প্রবেশ করত USER ID, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও পরীক্ষাকেন্দ্রের নামসহ অন্যান্য তথ্য সংবলিত Admit Card for Physical Endurance Test (PET) ডাউনলোড করে ০২ (দুই) কপি প্রিন্ট করতে হবে। 

শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই প্রবেশপত্রের ০২ (দুই) কপি সঙ্গে আনতে হবে । 



শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা

প্রার্থীদের নিজ রেঞ্জাধীন নির্ধারিত পরীক্ষাকেন্দ্র, তারিখ ও সময়ে Physical Endurance Test (PET) এর ৭টি ইভেন্ট, যথা- দৌড়, লং জাম্প, হাই জাম্প, পুশআপ, সিটআপ, ড্র্যাগিং ও রোপ ক্লাইম্বিং-এ অংশগ্রহণ করতে হবে। PET সম্পর্কে সম্যক ধারণা প্রদানের লক্ষ্যে YouTube-এ Bangladesh Police Official Channel, Bangladesh Police Verified Facebook Page Bangladesh Police Website (www.police.gov.bd) - Physical Endurance Test সংক্রান্ত একটি "ভিডিও" আপলোড করা হবে।





প্রার্থীগণকে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিম্নবর্ণিত কাগজপত্রসহ উপস্থিত থাকতে হবে 

১ Admit Card for Physical Endurance Test-এর ০২ (দুই) কপি।

২ শিক্ষাগত যোগ্যতার সনদপত্র/সাময়িক সনদপত্রের মূল কপি

৩ সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি

৪ জেলার স্থায়ী বাসিন্দা/জাতীয়তার প্রমাণস্বরূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের মেয়র/পৌরসভার মেয়র/ওয়ার্ড কাউন্সিলর (যা প্রযোজ্য) কর্তৃক প্রদত্ত স্থায়ী নাগরিকত্ব সনদপত্রের মূল কপি

৫ অনলাইন থেকে ডাউনলোডকৃত প্রার্থীর ইনডেমনিটি ঘোষণাপত্র ও পিতা-মাতা কিংবা আইনানুগ অভিভাবক কর্তৃক প্রদত্ত সম্মতিপত্র; 

৬ প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের মূল কপি (যদি প্রার্থীর জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে প্রার্থীর পিতা/মাতার জাতীয় পরিচয়পত্রের মূল কপি);

৭ সরকারি গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ৩ (তিন) কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি;

৮ বীর মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধার সন্তানদের বয়স প্রমার্জনের ক্ষেত্রে মুক্তিযোদ্ধার নাম লাল মুক্তিবার্তায় থাকলে সত্যায়িত অনুলিপি/ মুক্তিযোদ্ধার নাম ভারতীয় তালিকায় থাকলে সত্যায়িত অনুলিপি/মুক্তিযোদ্ধার নামে জারীকৃত গেজেটের মূল কপি;

৯ প্রার্থী বীর মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধার সন্তান হলে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের মেয়র/পৌরসভার মেয়র/ ওয়ার্ড কাউন্সিলর (যা প্রযোজ্য) কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্রের মূল কপি;

১০ MS Office, Web Browsing এবং Troubleshooting-এর উপর ন্যূনতম ৩ (তিন) সপ্তাহ মেয়াদি কম্পিউটার প্রশিক্ষণের অভিজ্ঞতা সনদপত্রের মূল কপি;

১১ সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত সংস্থায় চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে আবশ্যিকভাবে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র।




লিখিত ও মনস্তত্ত্বসহ কম্পিউটার দক্ষতা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদনের নিয়মাবলি

শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা বা Physical Endurance Test (PET)-এ উত্তীর্ণ প্রার্থীদের লিখিত ও মনস্তত্ত্বসহ কম্পিউটার দক্ষতা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।


প্রথম ধাপ http://police.teletalk.com.bd লিংকে প্রার্থীকে তার ব্যবহৃত USER ID এবং PASSWORD দিয়ে লগইন করে নির্ধারিত আবেদন ফরম পূরণ করতে হবে। 


উক্ত আবেদন ফরম পূরণের ২৪ ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে পরীক্ষা ফি ও চার্জ বাবদ ৫৫০/- (পাঁচশত পঞ্চাশ) টাকা (অফেরতযোগ্য) জমা দিতে হবে। 

প্রত্যেক প্রার্থীকে তার USER ID ব্যবহার করে কমপক্ষে ৫৫০/- (পাঁচশত পঞ্চাশ) টাকা ব্যালেন্স রয়েছে এমন যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে দুইটি এসএমএস (SMS) করতে হবে।


১ম এসএমএস (SMS) : SIP <space> USER ID লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে

Example: SIPLMNOPQ

Reply: "Applicant's Name", TK 550/- will be charged as application fee with charge for Cadet Sub-Inspector (Unarmed) Recruitment Application. Your PIN NUMBER is xxxxxxxxxx ( 10 digits). To pay fee, type SIP<space>YES<space>PIN NUMBER & Send to 16222.


২য় এসএমএস (SMS) : SIP<space>YES<space>PIN NUMBER লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে

Example: SIP YES xxxxxxxxxx

Reply: Congrats! "Applicant's Name", Your payment has been completed successfully for the application of Cadet Sub-Inspector (Unarmed) Recruitment Examination 2024. USER ID is (LMNOPQ) and PASSWORD is (xxxxxxxxxx). ৬.৩.২ পরীক্ষার ফি ও চার্জ জমা প্রদানপূর্বক প্রার্থীদের অনলাইন হতে লিখিত ও মনস্তত্ত্বসহ কম্পিউটার দক্ষতা পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।








FAQ:

How to Apply for Cadet Sub-Inspector of BD Police? 

Visit the Recruitment Website of Bangladesh Police at www.police.teletalk.com.bd Click on Cadet Sub-Inspector of Police Application Form. Fill Up the Online Application Form.

What is Cadet Sub Inspector Application Fee?

Physical Endurance Test PET Application Fee is 40 taka after Selection in PET then Applicants have to Pay 550 Taka Through Teletalk SIM
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad