EMIS GOV BD- Institute Management System মডিউলে তথ্য হালনাগাদ করুন: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন ন্যূনতম পাঠদান অনুমতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের সরকারি/বেসরকারি স্কুল, কলেজ ও স্কুল এণ্ড কলেজ তথ্য ভাণ্ডার হিসেবে অধিদপ্তরের ওয়েব-বেইজড Education Management Information System (EMIS) এর আওতায় Institute Management System (IMS) মডিউল এর তথ্য শিক্ষা ব্যবস্থার বিভিন্ন নীতি নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ, শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং শিক্ষার ক্ষেত্রে স্বচ্ছতা আনয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
IMS-মডিউলে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের ২০২৪ সালের তথ্য সকল শিক্ষা প্রতিষ্ঠানের সরকারি/বেসরকারি স্কুল, কলেজ ও স্কুল এণ্ড কলেজ প্রধানগণকে আগামী ১৫-১১-২০২৪ তারিখের মধ্যে হালনাগাদ করার জন্য অনুরোধ করা হল। তথ্য হালনাগাদ করার জন্য emis.gov.bd ওয়েবসাইটে Institute Management System IMS ইউজার ম্যানুয়ালের সহায়তা নেওয়া যেতে পারে।
EMIS GOV BD- Institute Management System মডিউলে তথ্য হালনাগাদ করুন
EMIS সফটওয়্যারে প্রবেশের Link:
EMIS সফটওয়্যারে প্রবেশের লিংক: www.emis.gov.bd
EMIS ইউজার আইডি ও পাসওয়ার্ড
প্রতিষ্ঠানের ইউজার আইডি হচ্ছে EIIN. কোন প্রতিষ্ঠানের EIIN যদি হয় 123456 তাহলে ইউজার আইডি
হবে 123456
বর্তমান EMIS সফটওয়্যার মার্চ ২০২০ সালে চালু করার সময় সকল প্রতিষ্ঠানের জন্য ডিফল্ট পাসওয়ার্ড প্রদান করা হয়েছিল। যারা সেই পাসওয়ার্ড পরিবর্তন করেননি তারা সেই পাসওয়ার্ড ব্যবহার করে লগ-ইন করবেন এবং পাসওয়ার্ডটি পরিবর্তন করে নিবেন। আর যারা পাসওয়ার্ড পরিবর্তন করেছিলেন তারা পরিবর্তিত পাসওয়ার্ড ব্যবহার করে লগ-ইন করবেন।
ইউজার আইডি ও পাসওয়ার্ড ঘটিত সমস্যায় আঞ্চলিক প্রোগ্রামার/ জেলার সহকারী প্রোগ্রামার গনের সাথে যোগাযোগ করুন।
ইউজার আইডি: সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের EIIN
ডিফল্ট পাসওয়ার্ড: 26031971 অথবা 12345678
ইনস্টিটিউট ম্যানেজমেন্ট (IMS) মডিউল এ প্রতিষ্ঠানের তথ্য” প্রদান করার জন্য উপরের নির্দেশাবলী অনুসরণ করা যেতে পারে।
এ সংক্রান্ত বিষয়ে কোন পরামর্শের প্রয়োজন হলে প্রয়োজনে সংশ্লিষ্ট উপজেলা/ থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা, আঞ্চলিক উপ-পরিচালক ও আঞ্চলিক পরিচালক এর সাথে যোগাযোগ করা যেতে পারে। কারিগরি সমস্যার ক্ষেত্রে সংশ্লিষ্ট আঞ্চলিক প্রোগ্রামার/ জেলার সহকারী প্রোগ্রামারগনের সাথে যোগাযোগ করুন।
যে কোনো কারিগরি সমস্যা হলে সমস্যার বিস্তারিত বিবরণ লিখে (প্রতিষ্ঠানের নাম, EIIN, Mobile সহ) ims.emis.dshe@gmail.com এই ঠিকানায় ই-মেইল করুন। এছাড়াও ইএমআইএস সেলের ফেসবুক পেইজে (www.facebook.com/emis.dshe) এ সংক্রান্ত সহায়তা পাওয়া যাবে।
EMIS GOV BD Data Entry Manual
প্রতিষ্ঠান প্রধানগণকে EMIS সফ্টওয়্যারে www.emis.gov.bd প্রতিষ্ঠানের ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগ-ইন করে IMS মডিউল এর Data Entry মেন্যুতে প্রবেশ করে প্রতিষ্ঠানের (স্কুল, কলেজ ও স্কুল এন্ড কলেজ) সকল তথ্য প্রদান/হালনাগাদ করতে হবে।
EMIS GOV BD- Institute Management System
All the Approved Educational Institute Head are Requested to Fill Up the Education Management Information System EMIS in their Website before the last Date of 15 November 2024. This Program is run by Directorate of Secondary and Higher Education (DSHE) Government of the People's Republic of Bangladesh