TRC-Trainee Recruit Constable Police Job Circular-Police Teletalk Com BD

Trainee Recruit Constable TRC September 2024 Job Circular is Published in Bangladesh Police Recruitment Website at http://police.teletalk.com.bd/ . Find details about TRC-Trainee Recruit Constable Police Job Circular 2024 -Police Teletalk Com BD. TRC September 2024 Job Application Recruit Website. 

`
Trainee Recruit Constable Police Job Circular-Police Teletalk Com BD



Trainee Recruit Constable Police Job Circular


TRC Online Application Website: http://police.teletalk.com.bd/trc/home.php

Application Start Date: ০১ অক্টোবর ২০২৪

Last Date of Application: ১৫ অক্টোবর ২০২৪

বয়স: ১৮ হতে ২০ বছর

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান (জিপিএ ২.৫ সমমান)

আবেদন ফি: ৪০ টাকা

লিখিত পরীক্ষার ফি: ১২০ টাকা


আবেদনের সময় ০১ অক্টোবর ২০২৪ সকাল ১০.০০ ঘটিকা হতে ১৫ অক্টোবর ২০২৪ রাত ১১.৫৯ ঘটিকা পর্যন্ত



Trainee Recruit Constable TRC Job Circular 2024

The website police.teletalk.com.bd is the official online portal for recruitment in the Bangladesh Police, managed by Teletalk Bangladesh. It allows applicants to apply for various positions within the police force, including roles such as Trainee Recruit Constable (TRC), Sub-Inspector, and other administrative and operational positions.

The process is convenient and designed to streamline recruitment. Through the site, applicants can:


To apply for any position through this portal, visit police.teletalk.com.bd, choose the job you are interested in, and follow the instructions for the application. Make sure to stay updated with the portal for exam dates, result announcements, and further instructions.

This platform ensures transparency and ease in the Bangladesh Police recruitment process, making it accessible for candidates across the country.


How to Submit TRC Job Application 2024

http://police.teletalk.com.bd লিংকে প্রবেশ করুন।

Application Form for Trainee Recruit Constable (TRC)-তে ক্লিক করুন।

Application Form এ ক্লিক করুন।

Trainee Recruit Constable সিলেক্ট করে Next এ ক্লিক করুন।

Form টি পূরণ করুন।

Form টি পূরণের ক্ষেত্রে লাল স্টার চিহ্নিত তথ্যগুলো অবশ্যই পূরণ করুন।

Form এ যে মোবাইল নম্বরটি প্রদান করবেন তা সর্বদা সচল রাখতে হবে (যাতে পরবর্তীতে কোনো এসএমএস প্রদান করলে তা গ্রহণ করতে পারে)।

যথাযথভাবে Validation Code টাইপ করুন।

Form এর নিচের দিকের চিহ্নিত ঘরে (টিক চিহ্ন) দিয়ে Next এ ক্লিক করুন।

Form পূরণ করার পর কোনো ভুল পরিলক্ষিত হলে Form এর নিচের দিকে Click here to edit the application-এ ক্লিক করুন।

পুনরায় Form টি সঠিকভাবে পূরণ করুন।

পুনরায় সঠিকভাবে Form পূরণের সময় যে সকল স্থানে District এবং Thana/Upazilla এর তথ্য পূরণ করা হয়েছে (যেমন- Present Address, Permanent Address, District of Freedom Fighter, etc) সে সকল ক্ষেত্রে District এর স্ক্রলবারে অন্য একটি District সিলেক্ট করে পুনরায় সঠিক District সিলেক্ট করে Thana/Upazilla সিলেক্ট করুন।

এ ছাড়া Quota এর ক্ষেত্রে একইভাবে Quota স্কলবারে গিয়ে অন্য একটি Quota সিলেক্ট করে পুনরায় সঠিক Quota সিলেক্ট করুন।

নতুন করে সঠিকভাবে Form পূরণের পর Form এর নিচের দিকের চিহ্নিত ঘরে (টিক চিহ্ন) মুছে দিয়ে আবার (টিক চিহ্ন) দিয়ে Next এ ক্লিক করুন।

সকল তথ্য সঠিকভাবে পূরণ করা হলে Upload Photo & signature স্কলবারে ৩০০x300 Pixel ছবি এবং ৩০০x৮o Pixel স্বাক্ষর Upload করুন।


TRC District Wise Vacant Post 2024



TRC District Wise Vacant Post 2024 Police Teletalk Com BD


ট্রেইনি রিক্র্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, সেপ্টেম্বর - ২০২৪ ইনডিমিনিটি ঘোষণাপত্র ডাউনলোড করুন View Download

প্রার্থীদের নিম্নবর্ণিত তারিখ ও সময়ে স্ব স্ব জেলার পুলিশ লাইন্স মাঠে উপস্থিত থাকতে হবে। 

police teletalk com bd TRC PET Date 2024




Trainee Recruit Constable Police Job Circular-Police Teletalk Com BD

http://police.teletalk.com.bd এ লগ ইন করে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফরম সঠিকভাবে পূরণের লক্ষ্যে উক্ত লিংকে সহায়ক হিসেবে ভিডিও টিউটোরিয়াল এবং ফরম পূরণের নির্দেশিকা দেওয়া থাকবে।


আবেদনের সময় ০১ অক্টোবর ২০২৪ সকাল ১০.০০ ঘটিকা হতে ১৫ অক্টোবর ২০২৪ রাত ১১.৫৯ ঘটিকা পর্যন্ত


আবেদন ফরম পূরণ করার অব্যবহিত পরে যোগ্য প্রার্থী একটি User ID পাবেন। উক্ত User ID-তে আবেদন ফরম পূরণের ৪৮ ঘণ্টার মধ্যে যে কোনো টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বর হতে ৪০/- (চল্লিশ টাকা) সার্ভিস চার্জ (অফেরতযোগ্য) বাবদ জমা করতে হবে;

Online আবেদনপত্রে প্রার্থীর স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ Pixel) ও রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ Pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করতে হবে;

Online আবেদনপত্রে পূরণকৃত তথ্য পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে বিধায় Online-এ আবেদনপত্র Submit করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থীকে শতভাগ নিশ্চিত হতে হবে;

প্রার্থীকে Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করতে হবে;



প্রত্যেক প্রার্থীকে তার User ID ব্যবহার করে কমপক্ষে ৪০/- (চল্লিশ টাকা) ব্যালেন্স রয়েছে এমন টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বর হতে ২ টি SMS Send করতে হবে

প্রথম SMS: TRC<space> User ID লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে;

Example: TRC ABCDEF

Reply: Applicant's Name, Forty taka (40/- ) will be charged as service charge for the application of TRC Recruitment Exam January 2024. Your PIN is........ (10 digit). 


To pay service charge type TRC <space>Yes<space>PIN and send to 16222. 

দ্বিতীয় SMS: TRC<space> Yes <space>PIN Number লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে

Example: TRC YES 1234567890

Reply: Congrats! Applicant's Name, Your payment has been successfully completed for the application of TRC Recruitment Exam January 2024. User ID is (xxxxxxxxxx) and Password is (xxxxxxxx).



TRC Police Password Recovery SMS

শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বর থেকে নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করা যাবে; 

User ID জানা থাকলে TRC<space>Help<space>User<space>User ID & Send to 16222

Example: TRC Help User ABCDEF & Send to 16222

PIN Number জানা থাকলে TRC<space>Help<space>PIN<space>PIN No & Send to 16222

Example: TRC Help PIN 1234567890 & Send to 16222

আবেদন ফরম পূরণের ক্ষেত্রে যে কোনো টেলিটক মোবাইল নম্বর হতে ১২১-এ কল করে প্রথমে ৮ অতপর ১-এ প্রেস করে এজেন্টের সহযোগিতা নেওয়া যাবে অথবা ০১৫০০১২১১২১-এ সরাসরি কল করে অপারেটরের সহযোগিতা নেওয়া যাবে। 


Trainee Recruit Constable Police Job Circular

Trainee Recruit Constable Police Job Circular-Police Teletalk Com BD






Trainee Recruit Constable TRC Application Form


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad