দাখিল পরীক্ষার সময়সূচি ২০২৫ প্রকাশিত: Dakhil Exam Routine PDF Download

দাখিল পরীক্ষার সময়সূচি ২০২৫ প্রকাশিত: Dakhil Exam Routine PDF Download : Bangladesh Madrasah Education Board is the authority of Madrasah Education System in Bangladesh. Dakhil Exam Routine 2025 Published on 12 December 2024, According to Dakhil Exam Schedule This Year Dakhil Examination will Started from 10 April 2025 along with other Education Boards in Bangladesh. Dakhil 2025 Started with কুরআন মাজিদ ও তাজভিদ 


Dakhil Exam Routine PDF Download



Are You Looking for Dakhil Exam Routine 2025? Download the PDF of the updated Dakhil Exam Routine easily from this website. Stay informed about the latest exam schedules for Bangladesh Madrasa Education Board. Find accurate and detailed information about Dakhil Exam Time Table 2025, including subject-wise dates and timings. Perfect for students and parents preparing for the upcoming examinations. Get the official Dakhil Routine PDF now and plan your studies effectively



দাখিল পরীক্ষার সময়সূচি ২০২৫ প্রকাশিত: Dakhil Exam Routine PDF Download

দাখিল পরীক্ষা ২০২৫ এর বিস্তারিত সময়সূচি আমাদের এই ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। মাদ্রাসা বোর্ডের দাখিল পরীক্ষার রুটিন ২০২৫ পিডিএফ এই সাইট থেকে ডাউনলোড করতে পারবেন। 
Madrasah Board Official address is https://bmeb.gov.bd/. Recently Dakhil Exam Routine 202৫ has been Published by bmeb.gov.b. Find all the related information about Dakhil Exam Routine 2025 PDF Download



Dakhil Exam Start Date: 10 April 2025 at 10 AM to 01.00 PM (3 Hours)

Dakhil Exam will End in: 12 May 2025


Dakhil Routine 2025 PDF Download

Dakhil Routine 2025 PDF Download from below. 

Dakhil Exam Routine PDF Download


দাখিল পরীক্ষার সময়সূচি ২০২৫ প্রকাশিত


দাখিল পরীক্ষার রুটিন ২০২৫ পিডিএফ ডাউনলোড করুন




Dakhil Exam Time Table 2025

The Dakhil Exam routine for the Madrasah Board in Bangladesh for the year 2025 has been officially published. The Bangladesh Madrasah Education Board (BMEB) released the routine for the Dakhil Exam on their official website at http://www.bmeb.gov.bd

Generally, the Dakhil Exam takes place in February or March every year. Once the routine for the Dakhil Exam is published, you can download it from the BMEB website or from other official sources.

It is important to note that the routine may be subject to change, so it is recommended to check for any updates or changes before the exam.


দাখিল ২০২৫ পরীক্ষার্থীদের জন্য নিদের্শনাবলী  

) পরীক্ষা শুরুর ৩০ (ত্রিশ) মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে।

২) প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে।

) প্রথমে বহুনির্বাচনি পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোন বিরতি থাকবে না।

8) পরীক্ষার্থীদেরকে তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের নিকট হতে পরীক্ষা আরম্ভের কমপক্ষে তিনদিন পূর্বে সংগ্রহ করতে হবে।

) শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান খেলাধুলা (১৪২) এবং ক্যারিয়ার শিক্ষা (১৪৫) বিষয় দুটির এনসিটিবি এর নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্তনম্বর শিক্ষা প্রতিষ্ঠানসমূহ পরীক্ষা চলাকালীন সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। সংশ্লিষ্ট কেন্দ্রসচিব ব্যবহারিক পরীক্ষার নম্বরের সাথে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্তনম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে প্রেরণ করবেন।

) পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্রের OMR ফরমে রোলনম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোন অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।

) পরীক্ষার্থীকে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনি ব্যবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে।

) প্রত্যেক পরীক্ষার্থী কেবলমাত্র রেজিস্ট্রেশন কার্ডে বর্ণিত বিষয় বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কোন অবস্থাতেই ভিন্ন বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।

) পরীক্ষার্থীগণ পরীক্ষায় সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।

১০) কেন্দ্রসচিব ব্যতীত অন্য কোন ব্যক্তি/পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে ব্যবহার করতে পারবেন না। কেন্দ্রসচিব যোগাযোগের স্বার্থে সাধারণ (নন-এনড্রয়েড) মোবাইল ফোন ব্যবহার করবেন।

১১) সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনি, ব্যবহারিক মৌখিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষায় পরীক্ষার্থীর উপস্থিতির জন্য একই স্বাক্ষরলিপি ব্যবহার করতে হবে।

১২) ব্যবহারিক মৌখিক পরীক্ষা স্ব-স্ব কেন্দ্রে অনুষ্ঠিত হবে। তবে কেন্দ্রস্থিত মাদ্রাসায় বিজ্ঞান বিভাগ না থাকলে কেন্দ্রের আওতাধীন বিজ্ঞান বিভাগ আছে এমন মাদ্রাসায় ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করতে হবে। তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের (বিষয় কোড-১৪০) মান-২৫ ব্যবহারিক পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে না।

১৩) মুজাব্বিদ বিভাগের কিরআতে তারতিল হাদর (বিষয় কোড-১২০), মান-১০০ এবং হিফজুল কুরআন বিভাগের হিফজুল কুরআন দাওর (বিষয় কোড-১২২), মান-১০০ তাজভিদ (বিষয় কোড- ১২১) মান-২৫ এর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

১৪) পরীক্ষার ফল প্রকাশের পরবর্তী ০৭ (সাত) দিনের মধ্যে উত্তরপত্র পুন:নিরীক্ষণের জন্য অনলাইনে SMS এর মাধ্যমে আবেদন করা যাবে


Madrasa Board Exam Routine 2025

Read the instructions on the Second Page of the Dakhil Routine 2025. Every Madrasha Students is advised to follow the general guidelines in the routine Page. Find all the information about Dakhil Routine 2025 PDF. 
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad