সিনিয়র অফিসার (সাধারণ) ১৫৫৪ টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ-erecruitment.bb.org.bd

erecruitment bb org bd post1554


সিনিয়র অফিসার (সাধারণ) ১৫৫৪ টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ-erecruitment.bb.org.bd: বাংলাদেশের ০৯টি ব্যাংক ও ০২টি আর্থিক প্রতিষ্ঠানে সমন্বিতভাবে ব্যাংকার্স সিলেকশন কমিটি'র তত্ত্বাবধানে ১৫৫৪ টি শূন্যপদে সিনিয়র অফিসার (সাধারণ) হিসেবে ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।  


সিনিয়র অফিসার (সাধারণ) ১৫৫৪ টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ-erecruitment.bb.org.bd

সিনিয়র অফিসার (সাধারণ) Job ID 10220 (জব আইডিটি আবেদনের ফি প্রদানের সময় নির্ধারিত স্থানে ব্যবহার করতে হবে)


মোট শূন্য পদের সংখ্যা- ১৫৫৪টি 

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী স্নাতক/স্নাতক(সম্মান) ডিগ্রি থাকতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম ০২(দুই) টিতে প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে। গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে।



বয়স: প্রার্থীর বয়সসীমা ১৮/১১/২০২৪ তারিখে সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর। 


আবেদনপত্র দাখিল এবং ফি প্রদানের শেষ তারিখ ও সময় : ৩০/০১/২০২৫ তারিখ, রাত ১১.৫৯ টা।


আবেদন ফি : অফেরতযোগ্য টাকা ২০০/-(টাকা দুইশত মাত্র) ডাচ বাংলা ব্যাংক পিএলসি এর মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (MFS) ‘রকেট’ এর মাধ্যমে Prepaid payment পদ্ধতিতে আবেদনকারীকে নিজের অথবা এজেন্ট একাউন্ট ব্যবহার করে ফি প্রদান করতে হবে। 



কোন ব্যাংকে কতটি শূন্যপদ আছে তা নিচে উল্লেখ করা হলো:

সোনালী ব্যাংক পিএলসি ৪২২টি

অগ্রণী ব্যাংক পিএলসি ৪০০টি

বাংলাদেশ কৃষি ব্যাংক ২৪২টি

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ১৯০টি

আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক ১৮৯টি

বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি ২৬টি 

কর্মসংস্থান ব্যাংক ২৪টি

বেসিক ব্যাংক পিএলসি ২০টি

প্রবাসী কল্যাণ ব্যাংক ৭টি 

ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ ১৯টি

বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন ১৫টি)



সিনিয়র অফিসার (সাধারণ) পদে আবেদন করার নিয়ম:


কেবল বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট https://erecruitment.bb.org.bd এ নির্ধারিত ছক পূরণের মাধ্যমে Online এ নিবন্ধনকরত: আবেদন করতে হবে। 


CV ID Number : বাংলাদেশ ব্যাংকের সিস্টেমে ইতঃপূর্বে নিবন্ধনকৃত প্রার্থীর বিদ্যমান CV ID Number এবং Password ব্যবহার করে আবেদন দাখিল করতে হবে। 


নতুন প্রার্থীরা Online এ নিবন্ধন সম্পন্ন করলে একটি CV ID Number এবং Password প্রাপ্ত হবেন যা ভবিষ্যতে ব্যবহারের জন্য অবশ্যই সংরক্ষণ করতে হবে (একজন প্রার্থীর বিপরীতে একের অধিক CV তৈরি করা যাবে না)


প্রার্থীর বিবরণ : প্রার্থীর নাম, পিতা ও মাতার নাম এবং জন্ম তারিখ অবশ্যই এসএসসি অথবা সমমানের সনদ অনুযায়ী Online আবেদনে লিখতে হবে।


প্রার্থীর বর্তমান ঠিকানা : প্রার্থীর বর্তমান বসবাসের স্থান এবং নিয়োগ সংক্রান্ত চিঠিপত্র পেতে ইচ্ছুক ঠিকানাকে বর্তমান ঠিকানা হিসেবে উল্লেখ করতে হবে।


প্রার্থীর স্থায়ী ঠিকানা : প্রার্থীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত জাতীয়তা সনদে উল্লিখিত স্থায়ী ঠিকানাকে প্রার্থীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। বিবাহিত নারী প্রার্থীরা তাদের স্বামীর ঠিকানাকে নিজের স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করতে পারবেন। তবে আবেদন দাখিলের পরে কোন প্রার্থী বিবাহবন্ধনে আবদ্ধ হলে যথাযথ প্রমাণ সাপেক্ষে স্বামীর স্থায়ী ঠিকানার অনুকূলে নিজের স্থায়ী ঠিকানা পরিবর্তন করতে পারবেন।



How to Pay Application Fee of Senior Officer (General) BSCS Job

প্রার্থীকে ডাচ বাংলা ব্যাংক পিএলসি এর মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) 'রকেট' এর অ্যাপ বা ম্যানুয়াল পদ্ধতিতে “Bill Pay” অপশন ব্যবহার করে ফি প্রদান করতে হবে। এক্ষেত্রে রকেট অ্যাপ বা ম্যানুয়াল উভয় ক্ষেত্রেই ফি প্রদানের জন্য Biller ID হিসেবে Bankers Selection Committee Secretariat অথবা 499 সিলেক্ট করতে হবে। 


পরবর্তীতে পর্যায়ক্রমে সংশ্লিষ্ট Job ID Number, নিজ CV ID Number এর ১ম অংশ {হাইফেনের (-) আগের অংশ}, ফি এর পরিমাণসহ প্রয়োজনীয় তথ্য ব্যবহার করে ফি প্রদান করতে হবে। ফি প্রদান করলে প্রার্থী মোবাইলের মেসেজ অপশনে একটি Transaction ID (TxnID) নম্বর পাবেন। প্রাপ্ত TxnID নম্বরটি ব্যবহার করে প্রার্থীকে অবশ্যই নিম্নোক্ত পদ্ধতিতে পৃথকভাবে Payment Verify সম্পন্ন করতে হবে। অন্যথায় আবেদন অসম্পূর্ণ রয়ে যাবে।



 সিনিয়র অফিসার (সাধারণ) পদে পেমেন্ট সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য 

https://erecruitment.bb.org.bd/onlineapp/rocketpreepay.pdf ওয়েবসাইটটি ভিজিট করুন। ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌


Payment Verify : প্রার্থীকে ফি প্রদানের পর প্রাপ্ত TxnID বাংলাদেশ ব্যাংকের erecruitment সাইটের নির্দিষ্ট ফিল্ডে বসিয়ে Payment Verify সম্পন্ন করতে হবে। কোনো আবেদনকারী Payment Verify সম্পন্ন না করলে পরবর্তীতে Admit Card ডাউনলোড করতে পারবে না।


Tracking Page সংগ্রহ : Payment Verify সম্পন্ন হওয়ার পর প্রার্থীকে Tracking ID Number সম্বলিত একটি Tracking Page প্রদান করা হবে। Tracking Page টি ভবিষ্যতে ব্যবহারের জন্য সংরক্ষণ করতে হবে। নির্ধারিত সময়ের পরে কোনো অবস্থাতেই Tracking Page এর Duplicate Copy সরবরাহ করা হবে না


প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের প্রবেশপত্র ও নির্বাচনী পরীক্ষার তারিখ সংক্রান্ত বিজ্ঞপ্তি যথাসময়ে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট ও জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা হবে। প্রার্থীকে Online আবেদনের সময় কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে অনলাইন আবেদনে প্রদত্ত প্রতিটি তথ্যের স্বপক্ষে যথাযথ সনদ/প্রত্যয়নপত্র মৌখিক পরীক্ষার দিন দাখিল করতে হবে। Online আবেদনে প্রার্থী কর্তৃক প্রদত্ত তথ্যের সঠিকতা যাচাইয়ান্তে কোনো গুরুতর ত্রুটি ধরা পড়লে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হবে না। তাছাড়া, মৌখিক পরীক্ষা শেষে প্যানেল প্রস্তুতকালে কোনো প্রকার ত্রুটি পরিলক্ষিত হলেও প্রার্থীকে প্যানেলভুক্ত করা হবে না।



সিনিয়র অফিসার (সাধারণ) ১৫৫৪ টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি -erecruitment.bb.org.bd

শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে আবেদনপত্র দাখিল, নির্ধারিত ফি প্রদান ও Payment Verify সম্পন্ন করতঃ Tracking Page টি হার্ডকপি আকারে সংরক্ষণ করার জন্য পরামর্শ দেয়া যাচ্ছে। ভুল JOB ID বা ভুল CV ID ব্যবহারপূর্বক ফি জমা দিলে বা Payment Verify না করলে আবেদন গ্রহণযোগ্য হবে না ।


সিনিয়র অফিসার (সাধারণ) ১৫৫৪ সার্কুলারটি পিডিএফ ডাউনলোড করুন।



সিনিয়র অফিসার (সাধারণ) পদে আবেদন করুন

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad